নিউ নরমালে যশের ঘরে আলোর উৎসব

0
287

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

নিউ নর্মালে নিজের বাড়িতেই আলোর উৎসবে মেতে উঠলেন অভিনেতা যশ দাশগুপ্ত৷ পরিবার এবং স্নেহের পোষ্যদের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন তিনি।

yash dasgupta | newsfront.co

২০২০ কুড়ির আলোর উৎসবে দাঁড়িয়ে যশ মিস করছেন তাঁর ফেলে আসা বছরগুলোকে, যে বছরগুলোতেও যশ দীপাবলি কাটিয়েছিলেন নিজের পরিবার, বন্ধু, পোষ্য, আর শব্দহীন বাজি নিয়ে। কিন্তু এই বছরটা অন্যান্য বছরের থেকে সম্পূর্ণ আলাদা। কোভিড পরিস্থিতির কারণে এ বছর আমাদের সবাইকে বাড়িতেই কাটাতে হবে। বায়ুদূষণ যাতে না হয় মানুষের শ্বাস-প্রশ্বাসের যাতে কষ্ট না হয় সে কারণে এ বছর বাজি ফাটানো যাবে না- এমনই নির্দেশিকা সরকারি তরফে।

yash dasgupta | newsfront.co

যশ তাঁর ফ্যান ও দর্শকদের উদ্দেশ্যে একটি মেসেজ-এ বলছেন- “খুব তাড়াতাড়ি আমরা এই দুঃসময় কাটিয়ে উঠব, আবারও চারিদিকে জ্বলে উঠবে খুশির আলো, আবারও ভরে উঠবে শহর কলকাতা রাজপথ, আবারও আগের মতো গোটা পৃথিবীর মানুষ দীপাবলি উৎসব উদযাপন করবে পুরনো ছন্দে। এখন অপেক্ষা শুধু সময়ের।”

আরও পড়ুনঃ আচমকাই মাল্টিঅর্গান ফেলিওর সৌমিত্র চট্টোপাধ্যায়ের, দুঃসংবাদের আশঙ্কায় চিকিৎসকরা

প্রসঙ্গত, যশের এক্সক্লুসিভ দীপাবলি ভিডিও মুক্তি পাবে অভিনেতার সোশ্যাল মিডিয়ায়।
যশ জানিয়েছেন- “ছোটবেলা থেকেই দীপাবলি উৎসবটা আমার কেটেছে পরিবার এবং বন্ধুদের সঙ্গে। বাড়িতে সবাই আমরা একসাথে থাকতাম, একসাথে আনন্দ করতাম, লাইট দিয়ে গোটা বাড়ি সাজাতাম সাথে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করতাম দীপাবলি। তারপর সবাই মিলে বাজি ফাটাতাম, প্রচুর আনন্দ হত সে সময়।

তবে এই বছরটা বাকি বছরের থেকে সত্যিই অন্যরকম। এ বছরে আমরা কেউই কোনও বাজি ফাটাতে পারব না, আমি সময় কাটালাম আমার বাড়িতেই পরিবারের সঙ্গে এবং আমার পোষ্যদের সঙ্গে। আপনাদে প্রত্যেককে জানাই দীপাবলীর অনেক শুভেচ্ছা। দীপাবলি খুব ভালো কাটুক আপনাদের, আলোর মতো ভালো হোক আপনাদের জীবন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here