মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনার গ্রাসে গোটা পৃথিবী। থাবা বসিয়েছে ভারতেও। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ জনজীবন। ঘরবন্দি প্রত্যেকটি মানুষ। এমতাবস্থায় প্রতিদিন প্রতিমুহূর্তে করোনা সংক্রান্ত প্রত্যেকটা খবর যথাযথ সময়ে ঘরবন্দি সকল মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সাংবাদিকরা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজ্যের এরকম কঠিন পরিস্থিতিতেও রাস্তায় বেরিয়ে খবর সংগ্রহ করছেন তারা।
আরও পড়ুনঃ আটকে গেলো ‘গুলদাস্তা’র রিলিজ
এমনকি যেতে হচ্ছে হাসপাতালেও। তাই করোনা থেকে নিজেদের রক্ষা করতে সাংবাদিকদেরও সাবধানতা জরুরী। কারণ সাংবাদিকরা যদি সুস্থ না থাকেন তাহলে সঠিক খবর সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছবে না। এই কথা মাথায় রেখেই দেশের এই সংকটজনক পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে দাঁড়াতে চান অভিনেতা সুরজিৎ চৌধুরী।
করোনা ভাইরাসের হাত থেকে সাংবাদিকদের বাঁচাতে সাংবাদিকদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান সুরজিৎবাবু। পাশাপাশি বিভিন্ন কর্পোরেট হাউস, স্বেচ্ছাসেবী ও সমাজসেবী সংস্থাগুলিকেও সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584