নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কেমো নিলে চুল উঠবে জানেন ঐন্দ্রিলা। তাই ‘শর্ট হেয়ার ডোন্ট কেয়ার’ লিখে সোশ্যাল মিডিয়ায় নিজের ছোট চুলের পোস্ট দিয়েছেন লড়াকু ঐন্দ্রিলা।
ক্যানসার থাবা বসিয়েছিল অনেক আগেই। তাকেও ডোন্ট কেয়ার করে টেলিভিশনের ব্যস্ত অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। ফের অসুস্থ হন গত মাসে।
দিল্লির এক বেসরকারি হাসপাতালে চলছিল চিকিৎসা। প্রথম কেমো নিয়ে কলকাতায় ফিরেছেন তিনি। আর ফিরেই কাজে ভিড়েছেন ‘জিয়নকাঠি’ ধারাবাহিকের কেন্দ্রীয় নারী চরিত্র জাহ্নবী।
আরও পড়ুনঃ মনোজ্ঞ নাট্য সন্ধ্যা ঊষা গাঙ্গুলি মঞ্চে
বন্ধুর পাশে থাকতে কলকাতা থেকে দিল্লি উড়ে যান ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের বামাক্ষ্যাপা থুড়ি সব্যসাচী চৌধুরী। ঐন্দ্রিলাকে মনে জোর জোগান তিনি। কাজে ফিরেছেন ঐন্দ্রিলা।
আরও পড়ুনঃ নতুন বাংলা গান- ‘বিষাক্ত প্রেম’
ফ্যান ফলোয়ারদের শুভেচ্ছাবার্তায় মনের জোর আরও বেড়ে গিয়েছে অভিনেত্রীর। বাকি রয়েছে আরও তিনটি কেমো। তাতেও টলবে না ঐন্দ্রিলার মনের জোর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584