নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাংলা টেলিভিশনের এই মুহূর্তের ব্যস্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা৷ ক্যানসারে আক্রান্ত হন ২০১৫-তে৷ এরপর সঠিক চিকিৎসায় সুস্থ হন ঐন্দ্রিলা। চুটিয়ে কাজ করছেন বাংলা টেলিভিশনের পর্দায়। ‘ঝুমুর’, ‘জীবন জ্যোতি’, ‘জয় কালী কলকাত্তেওয়ালি’ এবং এই মুহূর্তে সান বাংলার ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন তিনি।
পরিচালক অমিত দাসের ডেবিউ ফিল্ম ‘আমি দিদি নম্বর ওয়ান’ ছবিতে মুখ্য নারী চরিত্রে রয়েছেন ঐন্দ্রিলা।
ক্যানসারকে জয় করে নিজের জীবনকে করে তুলেছিলেন রঙিন৷ কিন্তু ভাগ্য যে নিষ্ঠুর পরিহাসেও অভ্যস্ত। তাই ফের আরও একবার ক্যানসারের কবলে ঐন্দ্রিলা শর্মা।
ক্লাস ইলেভেনে পড়াকালীন ১৬ টা কেমো, ৩২ টা রেডিয়েশন হজম করে হেসে খেলে ব্যস্ত ছিলেন শুটিং পাড়ায়৷ হঠাতই আবার ধাক্কা। সূত্রের খবর অনুযায়ী, কয়েকদিন ধরে কাঁধে মারাত্মক ব্যথা হচ্ছিল।
আরও পড়ুনঃ হিন্দি ছবির গানে নব্বইয়ের দশককে ফিরে দেখার কনসার্ট শহরে
এরপর জানা যায় তাঁর ডানদিকের ফুসফুসে টিউমার রয়েছে৷ বায়োপসি করে জানা যায় ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসার কারণে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন ঐন্দ্রিলা। প্রসঙ্গত, ঐন্দ্রিলার বাবা এবং দিদি দুজনেই পেশায় ডাক্তার। এবং মা একজন নার্স। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে নিউজ ফ্রন্ট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584