নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ফের করোনার থাবা টেলি পাড়ায়। কোভিড আক্রান্ত হলেন অভিনেত্রী চৈতি ঘোষাল। নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেই কথা। এমনকী যারা দিনকয়েকের মধ্যে তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও টেস্ট করিয়ে নিতে অনুরোধ জানিয়েছেন।
প্রচণ্ড জ্বরে কাবু হয়েছিলেন অভিনেত্রী। তবে, এখন খানিকটা ভাল আছে বলে জানিয়েছেন।এই মুহূর্তে আকাশ আট চ্যানেলের ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। সেই ধারাবাহিকে চলছে গল্পের নায়ক ও নায়িকার এনগেজমেন্টের অনুষ্ঠান।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত জিৎ-শুভশ্রী
ওদিকে কোভিডের কামড় সারিয়ে নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছেন শ্রুতি দাস। খুব শীঘ্রই তিনি ফিরবেন ‘দেশের মাটি’র সেটে। কোভিড সারিয়ে সুস্থ হয়ে শুটিংয়ে ফিরেছেন ভরত কল এবং তাঁর ঘরণী জয়শ্রী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584