টেলিভিশনে সর্বজয়ার আগমন

0
795

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অনেকদিন ধরেই জল্পনা উঠেছিল তুঙ্গে, যখন জানা গিয়েছিল দেবশ্রী রায় দীর্ঘ ব্রেকের পর ফিরছেন ক্যামেরার সামনে। জানা গিয়েছিল স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ফিরছেন তিনি। কিন্তু কোন ধারাবাহিকে? তা নিয়ে টেলি দর্শকের আগ্রহের পারদ চড়ছিল প্রতিদিন। এবার সব জল্পনা আর আন্দাজের অবসান। জি বাংলায় হাজির নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’র ফার্স্ট প্রোমো।

debashree roy | newsfront.co

প্রোমোতে সর্বজয়া নামে দেখা যাচ্ছে দেবশ্রী রায়কে। তাঁর স্বামীর চরিত্রে রয়েছেন কুশল চক্রবর্তী। এ ছাড়াও রয়েছেন স্বাগতা মুখার্জি, মৌমিতা গুপ্ত, মনোজ ওঝা, সুপ্রিয় দত্ত, সঙ্ঘমিত্রা তালুকদার প্রমুখ।প্রোমো দেখে যেটুকু বোধগম্য হয় তা হল, সর্বজয়া সংসারের কথা ভেবে নিজের শখ আহ্লাদ সব জলাঞ্জলি দিয়েছে। সে আদপে একজন দক্ষ নৃত্যশিল্পী।

sarbajaya | newsfront.co

আরও পড়ুনঃ লাল রং সমর্থকদেরও পাশে আছেন দেবলীনা

সংসারের ব্যস্ততায় তার গুন চাপা পড়ে গিয়েছে। বাড়ির এক পার্টিতে সে নাচে মেয়ের অনুরোধে। তারপরই গর্জে ওঠে বাড়ির কিছু সদস্য। এই সময় তার পাশে থাকে তার স্বামী।কবে থেকে কোন স্লটে এই ধারাবাহিক আসবে তা জানা যায়নি এখনও। জানতে হলে দেখতে থাকুন জি বাংলা।

আরও পড়ুনঃ বাণীচক্রে নিভৃতবাসের উদ্যোগ

দেবশ্রীর এই কামব্যাক বাংলা টেলিভিশনে আলোড়ন তুলেছে তা বলাই বাহুল্য। এর আগে ইন্দ্রাণী দত্তকে প্রথমবার টেলিভিশনে এনে ঝড় তুলেছেন স্নেহাশিস চক্রবর্তী। তবে, দেবশ্রী টেলিভিশনে প্রথম নন। বলা ভাল সুদীর্ঘ ব্রেকের পর তিনি ফিরলেন টেলিভিশনে। শুধু তাই নয় ক্যামেরার সামনেও তাঁর বেশ অনেকদিন পর আগমন। এই ধারাবাহিকে দেবশ্রী রায়কে নাচতেও দেখা যাবে বলে জানা গিয়েছে। বাকিটা সময় বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here