‘বাসি রসগোল্লা’য় ছাই ছুঁড়লেন টলিউডের ডান্সিং কুইন, নাচের মঞ্চ মাতালেন সর্বজয়া দেবশ্রী রায়

0
222

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

জি বাংলায় খুব শীঘ্রই আসছে বাংলা ধারাবাহিক ‘সর্বজয়া’। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘ব্লুজ এন্টারটেনমেন্ট’-এর তরফে আসছে এই ধারাবাহিক। সেখানে মুখ্য চরিত্রে ধরা দেবেন টলিউডের ডান্সিং কুইন দেবশ্রী রায়।

Debasree Subhasree Ankush
ছবিঃ ফেসবুক

বেশ অনেকদিন পর টেলিপর্দায় ফিরছেন তিনি। আর তা নিয়ে তাঁর অগণিত ভক্ত যেমন খুশি, তেমনি এক দল নেটিজেন তাঁকে নানান কুমন্তব্যে অপমান করেছে। বলতে দ্বিধা নেই, তারা টলিউডে দেবশ্রী রায়ের অবদান সম্বন্ধে অবহিত নয়। তাই তারা জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে বাসি রসগোল্লা বলতেও দু’বার ভাবেনি।

Debasree Roy
ছবিঃ ফেসবুক

দেবশ্রী রায়কে রবিবার ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে অতিথির আসনে দেখা গেল পুরনো ইমেজে। প্রতিযোগী ঋষিতা নাচল ‘আমি কলকাতার রসগোল্লা’ গানের সঙ্গে। এক কালে ‘রক্তেলেখা’ ছবিতে এই গানের সঙ্গে নেচে টলি দুনিয়ায় ঝড় তুলেছিলেন দেবশ্রী রায়। পুজো প্যাণ্ডেল থেকে শুরু করে বনভোজন কোথায় না বাজত এই গান? সেই গানে উদ্দাম কোমর দুলিয়েছিলেন দেবশ্রী রায়৷ ঠিক সেই ইমেজে রিয়ালিটির মঞ্চে ধরা দিলেন দেবশ্রী রায়৷

আরও পড়ুনঃ রাজা চন্দর ওয়েব সিরিজ ‘কাটাকুটি’-তে হিরোইনের ভূমিকায় মানসী

চক্ষু চড়কগাছ বিচারকের আসনে বসে থাকা বাংলার সুপারস্টার জিত থেকে শুরু করে বলিউডের সুপারস্টার গোবিন্দা- সকলের। নাচলেন রিমঝিম মিত্র, সৌমিলী ঘোষ বিশ্বাস, দেবলীনা কুমার, শুভশ্রী, প্রতিযোগী ঋষিতা। জমে জমজমাট হয়ে উঠল নাচের মঞ্চ।

আরও পড়ুনঃ গানওয়ালার ‘আহীর বৈরাগী’ রাগ চুরি! হাসপাতালেই ক্ষোভ ওগড়ালেন শিল্পী

নিন্দুকদের দেবশ্রী রায় বুঝিয়ে দিলেন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি প্রকৃত অর্থেই সর্বজয়া। বয়স বাড়লেও তাঁর এনার্জি, সৌন্দর্যে ঘাটতি পড়েনি এতটুকু। এবার সর্বজয়া হিসেবে তাঁকে পাবে দর্শক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here