প্রয়াত অভিনেত্রী দিব্যা চৌকসি

0
252

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

অকালেই প্রয়াত হলেন অভিনেত্রী দিব্যা চৌকসি। ক্যানসারে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। ২০১৬ সালে ‘হ্যায় আপনা দিল তো আওয়ারা’র মতো ছবিতে অভিনয় করেছেন দিব্যা। অভিনেত্রীর মৃত্যুর খবর ফেসবুকে নিশ্চিত করেছেন তাঁর তুতো বোন সৌম্যা অমিশ বর্মা। তিনি জানান, ক্যানসারের জেরেই মৃত্যু হয়েছে তাঁর।

Divvya Chouksey | newsfront.co
ফাইল চিত্র

ফেসবুকে দিব্যা’র কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার তুতো বোন দিব্য চৌকসি খুব অল্প বয়সে আমাদের ছেড়ে চলে গেল। বেশ কয়েকদিন মারণরোগে ভুগছিল ও। লন্ডন থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিল দিব্যা, মডেল হিসাবেও ওঁর বেশ পরিচিতি ছিল। ঈশ্বরের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করি।”

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন

অন্যদিকে, রবিবার মৃত্যুর মাত্র কয়েকঘন্টা আগেই নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলেন দিব্যা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “আমি মৃত্যুশয্যায় রয়েছি। আমি যা বলতে চাইছি সেটা হয়ত আপনাদের শব্দ দিয়ে বোঝাতে পারব না। গত কয়েকমাস ধরে আমি অনেক পালিয়ে বেড়িয়েছে, চারিদিকে অনেক প্রশ্ন, সময় এসে গেছে তোমাদের সকলকে বলবার। আমি মৃত্যুশয্যায়, আমি খুব শক্তিশালী যদিও, ফিরে আসব এমন এক জীবন নিয়ে যেখানে কোনও যন্ত্রণা থাকবে না। আর কোনও প্রশ্ন নয়, শুধু ভগবান জানে তোমরা আমার কাছে কতখানি গুরুত্বপূর্ন ছিল”।

বেশ কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর শেষ পোস্টটি ছিল ১৪ই মে। দিব্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী নীহারিকা রাইজাদা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here