মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
আসছে শরণ শর্মা পরিচালিত ছবি ‘গুঞ্জন সাক্সেনা-দ্যা কার্গিল গার্ল’। শনিবার শেষ হল এই ছবির শ্যুটিং। শ্যুটিং শেষ হতেই ট্যুইট করলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। এবার কার্গিল গার্ল-এর ভূমিকায় দেখা যাবে তাকে। কার্গিল যুদ্ধে ভারতের অন্যতম প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক গুঞ্জন সাক্সেনার জীবনী নিয়ে তৈরি শরণ শর্মা-র এই ছবি। জাহ্নবী ছাড়াও এই ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, অঙ্গদ বেদি, বিনীত কুমার, মান ভিজ সহ অন্যান্য কলাকুশলীদের।

আগামী ১৩ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। আর তার আগেই শনিবার ট্যুইট করে পরিচালক শরণ শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন জাহ্নবী। ট্যুইটারে জাহ্নবী কাপুর বলেছেন, যদি পরিচালক তাঁকে সুযোগ না দিতেন তাহলে এই স্পেশ্যাল জার্নি, অ্যাডভেঞ্চার, এই বিশেষ অভিজ্ঞতার মুখোমুখি তিনি কোনোদিনই হতে পারতেন না। ছবিটা কেমন হল, কেমন অভিনয় করেছেন তিনি, জানার জন্য ধৈর্য্য ধরে রাখতে পারছেন না জাহ্নবী। গত দু’দিন ধরে ক্রমাগত ভেবে যাচ্ছেন, এ ছবির ক্যাপশন কী দেবেন। ক্যাপশনে এমন কিছু লিখতে হবে যা সুন্দর করে ফুটিয়ে তুলবে তার মনের আসল অনুভূতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584