সুখবর দিলেন রাজার রানি মধুবনী

0
627

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

“মা হওয়া নয় মুখের কথা, মা হওয়া তো সুখের কথা”-কথাটা একশভাগ খাঁটি বলে মানেন সকলে। তা সে যাই হোক, তত্ত্ব কথায় গা না ভাসিয়ে জানাই একটি সুখবর। মা হতে চলেছেন টেলি অভিনেত্রী মধুবনী। মধুবনীকে দর্শক আজও মনে রেখেছে ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের দৌলতে। এর পরেও অবশ্য বহু ধারাবাহিকে তাঁকে দেখেছে দর্শক। তবে,’ভালোবাসা ডট কম’-এর তোরাকে ভোলেনি কেউ।

madhubani goswami | newsfront

মধুবনী ঘর বেঁধেছেন ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকেরই মুখ্য পুরুষ চরিত্র ওম থুড়ি রাজা গোস্বামীর সঙ্গে। দুজনে মিলে নতুন বিউটি স্যালঁ-ও খুলেছেন। এবার তাঁদের সুখের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। মা হতে চলেছেন মধুবনী, বাবা হতে চলেছেন রাজা। দুজনেই বেজায় খুশি। নিজেদের আবেগঘন ছবি তাঁরা পোস্ট করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া’র পেজ-এ।

madhubani goswami | newsfront.co

madhubani goswami | newsfront.co

মধুবনী সামনে এনেছেন নিজের বেবি বাম্পের ছবি। গণেশ কোলে মা দুর্গার একটি ছবি পোস্ট করেও লিখেছেন ” দেখা হবে খুব শীঘ্রই।” রাজা লিখেছেন “১+১=৩”। হবু পিতা-মাতার জন্য রইল অনেক শুভেচ্ছা।

আরও পড়ুনঃ গ্লাস পেন্টিং-এ সত্যজিতের অমর সৃষ্টি উপহার সন্দীপ রায়কে

চিত্র সৌজন্যেঃ রাজার ফেসবুক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here