পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত, পাশে ছিলেন বন্ধু যশ, দেখা যায়নি প্রিয় বান্ধবী মিমিকে

0
76

নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ

বসিরহাটের তারকা সাংসদ এখন এক ফুটফুটে পুত্র সন্তানের জননী। বৃহস্পতিবার দুপুরে নুসরতের পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, পুরোপুরি সুস্থ রয়েছেন মা ও সদ্যজাত।

Nusrat Jahan
ছবি: সংগৃহীত

গতকাল রাতে হাসপাতালে ভর্তি হন নুসরত। আজ বেলা সাড়ে বারোটার পরে সিজারিয়ান সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করেন তিনি। গতকাল দুপুর থেকেই গুঞ্জন শুরু হয় নুসরতের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ঘিরে, এরপর তাঁর বন্ধু যশ দাসগুপ্ত জানান যে নুসরত সুস্থই আছেন এবং বাড়িতেই আছেন। রাতে হাসপাতাল সুত্রে জানা যায় যে, নুসরত ভর্তি হয়েছেন এবং বৃহস্পতিবার বেলার দিকে তাঁর সিজারিয়ান সেকশন নির্দিষ্ট রয়েছে।

বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কিছু ছবিও পোস্ট করেন নুসরাত। সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময় তখন প্রায় আসন্ন, ছবিতে সে নিয়ে যথেষ্ট উচ্ছল দেখাচ্ছিল তাঁকে। জানা গিয়েছে হাসপাতালে তাঁর পাশে ছিলেন বন্ধু যশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here