“পাড়ায় খেলাধূলা করলে ঠ্যাং ভেঙে দেব”- প্রতিবেশীর বাচ্চাদের হুমকি দিয়ে শ্রীঘরে বিগ বস খ্যাত পায়েল রোহাতগি

0
86

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ফেলে আসা সিজনের বিগ বস প্রতিযোগী পায়েল রোহাতগি গ্রেফতার হয়েছেন। প্রতিবেশীদের হুমকি দেওয়ার কারণে তাঁকে গ্রেফতার করেছে আহমেদাবাদ সিটি পুলিশ। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এফ আই আর করা হয়। অভিযোগ, পায়েল তাঁর প্রতিবেশীদের সঙ্গে সবসময় দুর্ব্যবহার করেন এবং আবাসনের বাচ্চাদের তিনি হুমকি দিয়ে বলেছেন, তারা যদি পাড়া চত্বরে খেলাধুলো করে তা হলে ঠ্যাং ভেঙে দেবেন।

payel rohatgi | newsfront.co
পায়েল রোহাতোগি

আহমেদাবাদে পায়েলের নিজস্ব কোনও বাড়ি নেই। বাবা মায়ের সঙ্গে বছর খানেক হল আহমেদাবাদের সোসাইটিতে অস্থায়ীভাবে থাকেন তিনি। তবু সোসাইটির বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন তিনি ও তাঁর পরিবার। সেখানেও আপত্তি ছিল না অন্যান্য সদস্যদের।

আরও পড়ুনঃ দ্বন্দ্ব মিটিয়ে পুরনো ছন্দে ফিরতে চলেছে টেলিপাড়া

কিন্তু পায়েল সেই সভায় লক্ষ্মী মেয়ের মতো বসে ছিলেন না, কিংবা নিজের মূল্যবান মতামত তুলে ধরেননি। যেটা করেছেন সেটা গহৃত অপরাধ। সদস্যদের কটুক্তি করেন তিনি। এমনকী হুমকি দেন যে তাদের মিথ্যে অভিযোগে ফাঁসাবেন। এমনকী সোসাইটির হোয়াটস আপ গ্রুপেও নানা আপত্তিকর মন্তব্য লিখতে অভ্যস্ত পায়েল।

আরও পড়ুনঃ রূপ প্রোডাকশনের তরফে আসছে তিনটি ওয়েব সিরিজ, শুভ মহরত সুসম্পন্ন

২০১৯ সালে পায়েল নেহরু-গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপত্তিকর মন্তব্য পেশ করায় অ্যারেস্ট হন। পরে অবশ্য জামিন হয় তাঁর। এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে তিনি একটি সাক্ষাৎকারে বলেন- “আমাকে জেল থেকে বের করার জন্য সকলকে ধন্যবাদ। আমি এখন খুব খুশি। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছি আমি। নিদ্রাহীন রাত কাটিয়েছি আমি। খুব স্যাঁতস্যাঁতে বুন্ডি জেলের ভিতরটা। খুব ঠাণ্ডা লাগত আমার। মাটিতে শুতে হয়েছে আমাকে। এই প্রথম আর শেষবারের জন্য আমার জেলযাপন।”
বছর দুয়েক ঘুরতে না ঘুরতেই ফের বেপরোয়া মন্তব্য এবং আচরণের জন্য শ্রীঘরে যেতে হল পায়েলকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here