নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রাজ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে।দিনকয়েক আগে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে হাজির হয়েছিল আমপান। বহু মানুষের মুখ থেকে খাবার এবং বাসস্থান কেড়ে নিয়েছে এই দুই ভিলেন, যার মাশুল দেওয়া বেশ সময় সাপেক্ষ ব্যাপার। দিকে দিকে মানুষ দাঁড়াচ্ছে মানুষের পাশে। এবার সেই যজ্ঞে শামিল হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার।
অভিনেত্রী সোদপুরের রাজা রোডে হাজির হন হঠাৎ করেই। দেবীর মতো আবির্ভাব হয়ে বেশ কিছু সংখ্যক অভুক্ত মানুষের মুখে এক বেলার খাবার তুলে দিলেন তিনি। শুধু তাই নয়, প্রত্যেকটি রান্না তিনিই করেছেন নিজের হাতে।
আরও পড়ুনঃ ছোটা ভীম ইন্দুমতীকে বিয়ে করেনি, ‘জাস্টিস ফর চুটকি’ ট্রেন্ডের পর বললেন নির্মাতা
পশ্চিমবঙ্গ সরকারের সব নিয়মবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের হাতে খাবার তুলে দিলেন সকলের মুখে। এদিন অভিনেত্রী সেজেওছিলেন মা অন্নপূর্ণার মতো। সবার খাওয়া শেষ হলে তিনি সোদপুর রাজারোডে সাঁই বাবার মন্দিরে রাজ্যবাসীর উদ্দেশ্যে পুজো দেন পায়েল। সবমিলিয়ে পায়েলের এই উদ্যোগকে সাধুবাদ দিতেই হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584