করোনা আক্রান্ত হলেও টিকা কখনওই নেবেন না বলে সাফ জানালেন পূজা বেদী

0
86

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা আক্রান্ত হয়েছেন পূজা বেদী। সঙ্গে তাঁর প্রেমিক ও পরিচারিকারও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই এখন বাড়িতেই রয়েছেন অভিনেত্রী। মেনে চলছেন সবরকম নিয়ম বিধি। একথা নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও করে জানিয়েছেন ‘যো জিতা উওহি সিকন্দর’-এর অভিনেত্রী।

Pooja Bedi
অভিনেত্রী পূজা বেদী

ওই ভিডিওতে তিনি জানান, প্রথমে ভেবেছিলেন হয়ত অ্যালার্জির কারণে সর্দি-কাশিতে ভুগছেন তিনি। কিন্তু জ্বর আসার পর পূজা করোনা পরীক্ষা করাতে যান এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে সমস্ত নিয়মবিধি মেনে বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামের ওই ভিডিওতে পূজা বেদী আরও জানান, যে করোনা আক্রান্ত হওয়ার আগে একটাও প্রতিষেধক নেননি তিনি। কারণ, নিজের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার প্রতি তাঁর বিশ্বাস রয়েছে। কিন্তু এবার তিনি করোনা আক্রান্ত হয়েছে। তাতে কী? করোনা আক্রন্ত আগেও তিনি করোনা প্রতিষেধক নেননি আর ভবিষ্যতেও নেবেন না। সেকথা সাফ জানিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী পূজা বেদী।

আরও পড়ুনঃ অন্য রূপে অভিনেতা জিৎ, প্রকাশ্যে এল রাবণ-এর ফার্স্ট পোস্টার লুক

তবে তাঁর অনুরাগীদের উদ্দেশে পূজা লিখেছেন, ‘আমার ক্ষেত্রে আমি নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে চাই। তাই করোনা টিকা নেব না। তবে তোমাদের ক্ষেত্রে যেটা ঠিক, তোমরা সেটিই করো। এতে প্যানিক করার কিছু নেই।’ অভিনেত্রী পূজা বেদীর দ্রুত আরোগ্য কামনা করেছেন নফিসা আলি সোধি, সচিন শ্রফ, শ্রুতি শেঠ সহ আরও অনেক বলিউড তারকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here