ডাকটিকিট উপহার দিয়ে শিশুদের মুখে হাসি ফোটালেন অভিনেত্রী সঙ্গীতা সিনহা

0
191

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মন একছুট্টে চলে গেল শৈশবে। একটা সময় ছিল যখন ডাকটিকিট, বাসের টিকিট জমানোর নেশা ছিল অধিকাংশের। এখন সেই নেশা আটকে গেছে স্মার্ট ফোনে। মোবাইল গেম, টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপেই মজে আছে মন। তাই ডাকটিকিট, বাসের টিকিট জমানো কাকে বলে জানেই না আজকের প্রজন্ম।

Sangita Sinha | newsfront.co

এই সময়ে দাঁড়িয়ে সবাই যখন প্রিয় মানুষকে নানা রকম দামী উপহার দিতে মত্ত তখন মডেল- অভিনেত্রী সঙ্গীতা সিনহা তাঁর ছোট্ট বন্ধুদের উপহার দিলেন ডাকটিকিট!

actress Sangita Sinha | newsfront.co

এই প্রজন্মের কাছে মোবাইল ফোনে গেম খেলা, বিভিন্ন সোশ্যাল কমিউনিটিতে ব্যস্ততা আমাদের সেই চেনা শৈশবকে কেড়ে নিয়েছে। সেই কথা মাথায় রেখেই এহেন উদ্যোগ সঙ্গীতার। সঙ্গীতা পরিচিত মডেল। সামনেই তাঁর ‘রিকশাওয়ালা’ ছবির রিলিজ। রয়েছে বর্ধমান শহরে তাঁর ‘লিটল অ্যাঞ্জেল’ নামে প্রি-প্রাইমারি স্কুল।

Stamps collection | newsfront.co

এদিন কলকাতার ‘স্নেহা’ স্বেচ্ছাসেবী সংস্থার শিশুদের ‘মাই স্ট্যাম্প’-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সঙ্গীতা। সার্বিক শিক্ষা যে শুধু বই পড়ে হয়না তা মানেন তিনি। সেই কারণেই বাচ্চাদের মনে ডাক টিকিট সংগ্রহ সম্বন্ধে আগ্রহ বাড়াতে চান সঙ্গীতা।

আরও পড়ুনঃ যৌনপল্লির শিশুদের নিয়ে কাজের পরিকল্পনা ঋদ্ধির

সঙ্গীতা বলেন- “লিটল অ্যাঞ্জেল-এ ভাল পড়াশোনার পাশাপাশি সার্বিক উন্নতির দিকটাও ভাবা হয়। কলকাতায় স্নেহার বাচ্চারা ডাকটিকিট পেয়ে খুব খুশি।আজকের সময়ে দাঁড়িয়ে এটা তাদের কাছে এক অনন্য উপহার বলে আমার মনে হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here