নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সঙ্গীতা সিনহার সাম্প্রতিকতম ছবি ‘রিক্সাওয়ালা’ দেশ-বিদেশের বহু চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি এবার এদেশে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে সঙ্গীতার নতুন ছবির কাজ এখন স্থগিত করোনার এই আবহে। সময়টা হেলায় নষ্ট না করে নিজেকে নিয়োজিত করেছেন পথ কুকুর এবং পাখিদের সহায়তায়।
লকডাউনে বিভিন্ন অফিস, দোকানপাট বন্ধ থাকায় পথপশুদের হয়েছে মহাসমস্যা। সঙ্গীতা তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। বিশ্ব পরিবেশ দিবসে বাড়িতে গাছের যত্ন নিতেও দেখা গেল সঙ্গীতাকে।
সঙ্গীতা বলেন-“পৃথিবীতে সব প্রাণীর সুস্থ, ভালোভাবে বাঁচার অধিকার আছে। আমরা মূলত নিজের জন্যই ভাবি। সবার সহাবস্থানে পৃথিবী আরও সুন্দর হোক এটাই প্রার্থনা।”
আরও পড়ুনঃ কালীঘাটের রেডলাইট এরিয়ার পাশে ঋতুপর্ণা সেনগুপ্ত
এর আগেও রিক্সাওয়ালাদের শীতে কম্বল, স্যানিটাইজার দেওয়া থেকে শুরু করে অনাথ শিশুদের ডাকটিকিট সংগ্রহের প্রতি উৎসাহিত করেছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584