নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এ কোন শ্রীলেখা মিত্র! চমকে উঠেছে নেট দুনিয়া। সাদা শাড়ি, কাঁচা-পাকা চুল, মুখে ভাঁজ, টিকালো নাক— এক লহমায় সবার এক কথা “এ তো ইন্দিরা গান্ধী”। কেউ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখছে সেই লুকে। নিজের ফেসবুকে আসন্ন লুকের এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তারপর থেকেই সাড়া পড়েছে নেট পাড়ায়।
আসল খবরটা হল, পরিচালক সুশান্ত রায় নিয়ে আসছেন তাঁর নতুন হিন্দি ছবি ‘ন্যায়- জাজমেন্ট ডে’। সেখানেই শ্রীলেখাকে দেখা যাবে কাঁচা-পাকা চুল, টিকালো নাক, সাদা শাড়ি পরিহিতা লুকে।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ও নন, ইন্দিরা গান্ধীও নন, শ্রীলেখার এই লুক একেবারেই একটা প্রতীকী রূপ। কিছুটা ইন্দিরা গান্ধীর স্টাইল রয়েছে বটে। তা হলে পড়ে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দিরা গান্ধী টালির চাল দেওয়া ঘরে থাকতেন না, তাই এক্ষেত্রে অনেকের আবার তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় তৈরি কোনও চরিত্র বলে মনে হয়েছে। আসল ঘটনাটা জানতে হলে দেখতে হবে ছবিটি। উত্তর সেখানেই।
আরও পড়ুনঃ বিরুষ্কা কন্যা ভামিকার ছ’মাস পূর্তি
সাম্প্রতিক কিছু ঘটনা উঠে আসবে ছবিতে। জানা গিয়েছে, পরিচালক সুশান্তের সঙ্গে অভিনেত্রীর রাজনৈতিক আদর্শগত মিল রয়েছে। আর তাই এই ছবির জন্য সম্মতি জানিয়েছেন তিনি। ‘ন্যায়’ ছবিতে শ্রীলেখার লুক নজর কেড়েছে অনুরাগীদের। প্রস্থেটিক ব্যবহার করে শ্রীলেখার নাক টিকালো করা হয়েছে!
আরও পড়ুনঃ শিলাদিত্য মৌলিকের হিন্দি ছবিতে সুদীপ্তা চক্রবর্তী ও গুলশনারা খাতুন
হিন্দি ভাষায় তৈরি হওয়া এই ছবিতে শ্রীলেখা ছাড়াও রয়েছেন, অখিলেন্দ্র মিশ্র, রবিন দাস, রাজীব গৌর সিং, পায়েল রায়, শাহিদুর রহমান প্রমুখ। সূত্রের খবর, কলকাতা ও পুরুলিয়াতে হয়েছে ছবির শুটিং। পরিচালক সুশান্ত রায়ের এটি ডেবিউ ফিল্ম। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হলেও এটি একটি মানবিক ছবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584