কথা রাখলেন শ্রীলেখা, হাজির কফি ডেটে পশুপ্রেমী শশাঙ্ক ভাবসরের সঙ্গে

0
185

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কথা দিয়েছিলেন। কথা রাখলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পশুপ্রেমী শশাঙ্ক ভাবসরের সঙ্গে অবশেষে কফি ডেটে গেলেন তিনি। কফির চুমুকে চলল দেদার আড্ডা। কত না গল্প। দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে বসে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্টালেন অভিনেত্রী। পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লিখলেন, #pawsome ডেট উইথ শশাঙ্ক ভাবসর।

Sreelekha Mitra
ছবি সৌজন্যেঃ শ্রীলেখার ফেসবুক

কদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন যে, যিনি পথপশুদের যত্ন করবেন, ভালবাসবেন এবং পথপশুর সঙ্গে ছবি তুলে আপলোড করবেন, তাঁর সঙ্গেই কফি ডেটে যাবেন অভিনেত্রী স্বয়ং। শ্রীলেখার এই পোস্ট রীতিমতো সাড়া ফেলে নেট পাড়ায়। বলা বাহুল্য, অনেকে হয়ত কস্মিনকালেও পশুর খাতির করে না তারাও ছবি পোস্টেছেন পশুকে মায়া মাখানো যত্নে। তর্ক বিতর্কের কথা থাক। ভাল খবরটাই জারি থাক।

Sreelekha on Date
ছবি সৌজন্যেঃ শ্রীলেখার ফেসবুক

অভিনেত্রীকে আবদার করছিলেন অনেকেই ডেটে নিয়ে যাওয়ার। তবে শ্রীলেখার শর্তগুলি কড়ায়গণ্ডায় মেনেছেন শশাঙ্ক। তাই তাঁকে নিয়েই ডেটে যান শ্রীলেখা। শুধু কি তাই? শশাঙ্ক দত্তক নিয়েছেন এক পথপশুর। তাই অভিনেত্রীর কাছে বিশেষ কদর পেলেন তিনিই।

আরও পড়ুনঃ শ্রদ্ধা কাপুরের নেলপালিশ নিয়ে চম্পট দিল ‘ক্রাইম মাস্টার গোগো’

ডেটিং-এ শ্রীলেখার পরনে ছিল সাদা শার্ট আর নীল রঙের জিনস। কাকতালীয়ভাবে শশাঙ্ককেও দেখা গেল সাদা রঙের শার্ট ও নীল রঙের জিনস-এ। জানা গিয়েছে, আড়িয়াদহের বাসিন্দা শশাঙ্ক। রামকৃষ্ণ মিশনে তাঁর পড়াশোনা। শশাঙ্ক নিজেও বাস্তবে একজন পশুপ্রেমী। পথ পশুদের দেখার দায়িত্ব নিয়ে খুশি তিনি। নিছকই ডেট নয়, অভিনেত্রীর সঙ্গে পশুকল্যাণ নিয়েও নানা কথায় মুখর হন তিনি। সবটা জানতে শ্রীলেখার ইউটিউব পেজে নজর রাখতেই হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here