নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
করোনার জের যেমন পড়েছে আক্রান্তদের উপর, একইভাবে যারা আক্রান্ত নই তারাও ভাল নেই খুব একটা। দিনমজুরদের অবস্থার কথা ভাবুন। রোজগার নেই। কাজ বন্ধ। তারা দিন এনে দিন খাওয়া মানুষ। কেউ চাষী, কেউ বা মুটে বয়, কেউ রাজমিস্ত্রীর কাজ করে, কেউ বা কখন কী কাজ করে তার কোনও ঠিক ঠিকানা নেই।
আজ কাজ করলে কাল খেতে পারবে, না করলে না। সঞ্চয় বলতে কিচ্ছুটি নেই ওদের। শুধু জল খেয়েই কাটিয়ে দিচ্ছে হয়ত দিনগুলো। একমুঠো পান্তা জোগাড় করারও উপায় আজ নেই। হয়ত মনে মনে এমনও ভাবে- “এর থেকে করোনা আক্রান্ত হয়ে মরে যাওয়াও ভাল।”….
এই অচলাবস্থা কবে উৎখাত হবে আমরা কেউ জানি না। ওই অসহায় মুখগুলোর কথা মনে করে ওদের দিকে হাত বাড়িয়ে দিলেন প্রযোজক-অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া ও তাঁর প্রযোজনা সংস্থা।
সম্প্রতি পুরুলিয়ার তুলসিবাড়ি গ্রামের অগণিত আর্ত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন সুচন্দ্রা ও তাঁর টিম। বিশাল রাজকীয়তা না থাকলেও ছিল আন্তরিকতা, ছিল আগামীতে ফের ওইসব করুণ মুখগুলিতে এক চিলতে হাসি ফোটানোর অদম্য বাসনা৷…
আরও পড়ুনঃ দেশের সংকটে এবার মানুষের পাশে দাঁড়ালেন কিং খান
সুচন্দ্রা ও তাঁর টিমের মতে, যেসব শহরগুলিতে যোগাযোগ ব্যবস্থা এমনিতেই দুর্বল আজ তার অবস্থা আরও খারাপ। খাবার পাচ্ছে না সেখানকার অসহায় মানুষগুলি। আমরা মনে করেছি সেখানকার মানুষদের ক্ষুধার জ্বালা এই মুহূর্তে কোভিড ১৯-এর চেয়েও বড় উদ্বেগের বিষয়।
আমরা জানতে পারি পুরুলিয়ার তুলসীবাড়ির শত শত দৈনিক মজুর ও কৃষক লকডাউনের এই দিনগুলিতে ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে। আমরা ঠিক করি যে এই পরিবারগুলিকে বেঁচে থাকার জন্য কমপক্ষে বেসিক রেশন সরবরাহ করব। আমরা এই উদ্যোগের জন্য তহবিল সংগ্রহ করার চেষ্টা করি।
কারণ, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ দ্রব্য সামগ্রী নেই, তা বলা বাহুল্য। তাই আমরা মিডিয়া এবং বিনোদনের সঙ্গে জড়িত সমস্ত বন্ধুবান্ধবকে অনুরোধ করছি যে তারা যেভাবে পারে এই উদ্যোগে এগিয়ে আসুক আমাদেরকে সহায়তা করার জন্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584