টুম্পা সোনার করোনা

0
86

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এবার করোনা আক্রান্ত ‘টুম্পা’ গান খ্যাত টুম্পা সোনা। টুম্পা সোনা থুড়ি সুমনা দাস রবিবার জানতে পেরেছেন যে তিনি কোভিড পজিটিভ।জ্বর আসায় নিজেকে আইসোলেট করেন তিনি। কারণ, মা-বাবা। ওঁরা কোভিডের টিকা নিয়েছেন।তবু সাবধানতায় খামতি রাখতে চাননি সুমনা।

sumana | newsfront.co

actress | newsfront.co

এরপর টেস্ট করালে তিনি জানতে পারেন নিজের পজিটিভ হওয়ার কথা ৷ অতিমারির মধ্যেই কলকাতাতে চলছে সুমনা অভিনীত বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’-র শেষ পর্বের শ্যুট । ছবির পরিচালনায় শামিম আহমেদ রনি।

 

rip | newsfront.co

আরও পড়ুনঃ করোনাকে ভয় পান না কঙ্গনা

সূত্রের খবর অনুযায়ী, কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। শুটিঙের মাঝখানেই বাড়ি ফিরে আসেন অভিনেত্রী। উপসর্গ বলতে পিঠ-কোমরের ব্যথা, ধীরে ধীরে গন্ধ-স্বাদহীন হয়ে পড়া এবং পেট ব্যথা, পেটখারাপ-সহ একাধিক সমস্যা। টেস্টের ফলাফল জানার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই চলছেন সুমনা।

মন ভাল রাখতে নানা ধরনের সিরিজ দেখছেন টুম্পা সোনা। আত্মীয়রা নিয়মিত ফোনে কথা বলে তাঁকে ইতিবাচক রাখার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।দ্রুত সুস্থ হতে পোচ,অমলেটের বদলে সিদ্ধ করা খাবার খাচ্ছেন সুমনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here