মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
প্রয়াত হলেন বালিকা বধূ খ্যাত অভিনেত্রী সুরেখা সিক্রি। আজ, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রীর। বয়স হয়েছিল ৭৫ বছর। এদিন সুরেখা সিক্রির ম্যানেজার তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেন।
২০১৮ সালে প্যারালাইটিক স্ট্রোক এবং ২০২০ সালে একবার ব্রেন স্ট্রোক হয়েছিল সুরেখা সিক্রির। এরপর থেকেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। অভিনেত্রীর ম্যানেজার তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “তিনবারের জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী সুরখা সিক্রি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে প্রয়াত হয়েছেন। ৭৫ বছর বয়স হয়েছিল তাঁর। ২০২০ সালে তাঁর ব্রেন স্ট্রোক হয়। সেই কারণেই দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন অভিনেত্রী। তিনি পরিবারের সঙ্গেই থাকতেন। তাঁর পরিবার এই সময়টা একটু নির্জনে কাটাতে চান। ওম সাই রাম।”
থিয়েটার, টেলিভিশন, প্রবীণ অভিনেতার কর্মজীবন সিনেমার মাধ্যমেই এই প্রবীণ অভিনেত্রীর আত্মপ্রকাশ ঘটে। ১৯৭৮ সালে ‘কিস্সা কুরসি কা’ ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। এরপর ১৯৮৮ সালের ‘তমাস’, ১৯৯৫-এর ‘মাম্মো’ এবং ২০১৮ সালের ‘বাধাই হো’ ছবিতে অভিনয় করে সেরা সহ অভিনেত্রীর হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।
১৯৪৫ সালে উত্তর প্রদেশে জন্মগ্রহণ করে সুরেখা সিক্রি। ১৯৭১ সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) থেকে স্নাতক পাস করেন অভিনেত্রী। ১৯৮৯ সালে তিনি সংগীত নাটক আকাদেমি পুরস্কারও অর্জন করেছিলেন। অভিনেতার বাবা ছিলেন বিমান বাহিনীতে এবং তার মা ছিলেন একজন শিক্ষক। তিনি হেমন্ত রেগে বিয়ে করেছিলেন এবং তাঁদের একটি পুত্র রয়েছে। নাম রাহুল সিক্রি।
আরও পড়ুনঃ বিচ্ছেদের পরেও লাদাখে পাহাড়ি গানে নাচলেন আমির খান-কিরণ রাও
‘বালিকা বধু’ ধারাবাহিকে কড়া মাতৃত্বময়ী কল্যাণী দেবীর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুরেখা সিক্রি। ২০০৮ সালে শুরু থেকে ২০১৬ সালে ধারাবাহিকটির শেষ পর্যন্ত অভিনয় করেছিলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রি। জোয়া আখতারের ‘ঘোস্ট স্টোরিস্’-এ শেষবার তাঁকে দেখা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584