সৌরভের সঙ্গে জুটি বেঁধে ওয়েবে ডেবিউ স্বস্তিকার, আসছে তিনটি ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ

0
221

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রূপ প্রোডাকশনের ব্যানারে আসছে তিনটি ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। ‘অল্প হলেও সত্যি’, ‘সাইকো’, ‘সন্ধে নামার পরে’। ‘অল্প হলেও সত্যি’ পরিচালনার দায়িত্বে সৌম্যজিত আদক। অভিনয়ে সৌরভ দাস, স্বস্তিকা দত্ত, ঋষভ বসু। ঋষভ এবং সৌরভ ওয়েব সিরিজে কাজ করলেও ওয়েবে স্বস্তিকার এটিই ডেবিউ।

Swastika Dutta | newsfront.co
স্বস্তিকা দত্ত,অভিনেত্রী
Saurav Das | newsfront.co
সৌরভ দাস,অভিনেতা

‘কী করে বলব তোমায়’ ধারাবাহিকের দৌলতে স্বস্তিকার নাম আজ সকলে রাধিকা বলেই জানে। স্বস্তিকার প্রাক্তন প্রেমিকের ভূমিকায় দেখা যাবে ঋষভ বসুকে।

Rishav Bose | newsfront.co
ঋষভ বসু, অভিনেতা

থাকছেন সৃজনী মিত্রও। তাহলে কি ত্রিকোণ প্রেম? বোঝা যাচ্ছে না। তবে সূত্রের খবর বলছে, স্বস্তিকা হল সৌরভের ভাড়াটিয়া। তা ছাড়া ঋষভের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছু বছর পর স্বস্তিকা আর সৌরভের দেখা। তাই গোটা ব্যাপারটা বেশ চমকপ্রদ হতে চলেছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ হইচই করে ‘দুজনে’ মিলে আসছে জুলাইতে, হাজির ট্রেলার

ওদিকে ‘সাইকো’তে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং কিঞ্জল নন্দকে। থাকছেন আরও অনেকে। পরিচালনার দায়িত্বে বাপ্পা।

Kaninika Banerjee | newsfront.co
কনীনিকা ব্যানার্জি, অভিনেত্রী
Aishwaria Sen | newsfront.co
ঐশ্বর্য সেন, অভিনেত্রী

‘সন্ধে নামার পরে’-তে রয়েছেন অভিনেতা অর্ন মুখোপাধ্যায়, রানা বাসু ঠাকুর, ঐশ্বর্য সেন। এর পরিচালক সৌম্যজিত আদক।

আরও পড়ুনঃ ‘সাই ফাই’ ছবিতে প্রিয়াঙ্কা, থাকতে পারেন ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র নায়কও

শুক্রবার এই তিন ওয়েব সিরিজের শুভ মহরত হতে চলেছে ২৫ জুন, রূপ প্রোডাকশনের অফিসে। সব ঠিক থাকলে শুটিং জুলাইতেই শুটিং শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here