“সৌরভ দাসের সঙ্গে আমার কোনও সমস্যা নেই, দায়ী কেবল সময়”, লাইভে জানালেন স্বস্তিকা

0
201

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সৌম্যজিত আদকের পরিচালনায় আসছে দুটি ওয়েব সিরিজ। প্রযোজনায় ‘রূপ প্রোডাকশন’। দুটি ওয়েব সিরিজের একটিতে প্রথমে অভিনয় করার কথা ছিল টেলিভিশনের জনপ্রিয় ব্যস্ততম অভিনেত্রী স্বস্তিকা দত্তর। সৌরভ দাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাঁর।

swastika dutta | newsfront.co
স্বস্তিকা দত্ত, অভিনেত্রী

স্বাভাবিকভাবেই জীবনের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন অভিনেত্রী। কিন্তু বাধ সাধল সময়। যে সময়টা শুটিঙের জন্য পরিকল্পনা করা হয়েছে সেই সময়ে ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের শুটিং শিডিউল থেকে ছুটি মিলবে না রাধিকা সেন থুড়ি স্বস্তিকা দত্তর। তাই শুভ মহরতের আগের দিন রাতেই পরিচালক এবং প্রযোজককে কাজটি করতে পারবেন না বলে জানিয়ে দেন তিনি।

saurav das | newsfront.co
সৌরভ দাস, অভিনেতা

এমনকী নিউজ ফ্রন্টকেও তিনি ভয়েস মেসেজের মাধ্যমে কাজটি না করতে পারার কথা জানান। তারপর একটি খবরও প্রকাশিত হয় নিউজ ফ্রন্টের তরফে। স্বস্তিকার জায়গায় কাজটি করছেন দর্শনা বণিক। “অভিনেতা সৌরভ দাসের সঙ্গে কাজ করতে সমস্যা স্বস্তিকার। আর তাই তিনি সরে দাঁড়িয়েছেন ওয়েব সিরিজটি থেকে।”— এহেন মন্তব্য তুলে কোনও এক সংবাদমাধ্যম লেখালিখি করে।

আরও পড়ুনঃ ছবি পরিচালনায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, প্রযোজনায় রানা সরকার

এই জাতীয় ভুল ধারণা দূর করতে ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী। ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের রাধিকা সেনের দাবি, তাঁকে জড়িয়ে ভুল খবর ছড়ানো হয়েছে। তাঁর সঙ্গে সৌরভ দাসের কোনও সমস্যা নেই। এমনকী রূপ প্রোডাকশন, সৌম্যজিত আদক কারোর সঙ্গেই তাঁর কোনও সমস্যা নেই।

শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে স্বস্তিকা সকলের উদ্দেশে বলেন- ‘‘আমি এখনও অত বড় অভিনেত্রী হয়ে যাইনি যে সৌরভ দাসের মতো কোনও সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করতে সমস্যা হবে। একইসঙ্গে কোনও প্রোডাকশন কিংবা রূপ প্রোডাকশনের মতো জনপ্রিয় হাউসের সঙ্গে কাজ করতে আপত্তি করব৷ কত সুন্দর গল্প ‘অল্প হলেও সত্যি’ সিরিজটার। যেটাতে আমার কাজ করার কথা ছিল। প্লিজ, সবটা না জেনে ভুল খবর প্রকাশ করবেন না। প্রয়োজনে সৌরভ দা, সৌম্যজিত আদক এবং রূপ প্রোডাকশনের সঙ্গে কথা বলতে পারেন।’’পাশাপাশি এর আগেও সৌরভ দাসের সঙ্গে তিনি কাজ করেছেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন নেটিজেনদের।

আরও পড়ুনঃ স্বস্তিকা নয়, সৌম্যজিত আদকের পরিচালনায় সৌরভের সঙ্গে ওয়েবে জুটি বাঁধছেন দর্শনা

প্রসঙ্গত, তাঁর নামে এমন অভিযোগও উঠেছে যে তিনি নাকি ওটিটি প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছেন না ৷ সেই অভিযোগও নস্যাৎ করেছেন স্বস্তিকা৷ প্রযোজনা সংস্থা এবং সৌম্যজিত আদককে শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা ৷ তাঁদের সঙ্গে ভবিষ্যতেও কাজ করতে চান, সেকথাও জানান ফেসবুক লাইভে। লাইভে মজা করে সৌরভের উদ্দেশে স্বস্তিকা বলেন- “সৌরভ মিস মি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here