নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আর নয় রাজনীতিতে। এবার ঘরের মেয়ে ফিরল ঘরে। কথা হচ্ছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে নিয়ে। সাম্প্রতিক খবর, রাজনীতি থেকে সরে দাঁড়ালেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন অভিনেত্রী। প্রার্থী হন হাওড়ার শ্যামপুরের। তবে, পরাজিত হন তিনি। এরপর অনেকদিন কেটে গেছে। রাজনীতি বিষয়ক কোনও সাড়া শব্দ মেলেনি তাঁর। তবে, বৃহস্পতিবার আচমকাই রাজনীতি ত্যাগের কথা জানালেন টলিপাড়ার অভিনেত্রী।

৮ মার্চ দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে আসেন তিনি। গেরুয়া শিবিরে যোগ দিয়েই তিনি বলেছিলেন- “নতুন জন্ম হল আমার।” কিন্তু কী এমন হল যে রাজনীতিতে আসতে না আসতেই ফের ফেরত গেলে তিনি?তৃণমূল প্রার্থী (TMC Candidate) কালীপদ মণ্ডলের কাছে হারই কি একমাত্র কারণ? সঠিক কোনও উত্তর এখনো মেলেনি তাঁর তরফে।
আরও পড়ুনঃ মা-বাবাকেও ছাড়ছে না নেট নাগরিকবৃন্দ, সামাজিক মাধ্যম থেকে তাই বিরতি সৌরভের
তবে সূত্র বলছে, এক সংবাদ মাধ্যমকে তনুশ্রী জানিয়েছেন, রাজনীতির রং থেকে দূরে থাকতে চান তিনি। তাঁর মতে, অনেক পড়াশুনা করে রাজনীতিতে আসা উচিত। তবে, রাজনীতি করতে এসে এই চার মাসে যেটুকু শিখেছেন তা মূল্যবান বলে মনে করেন অভিনেত্রী। খুব শীঘ্রই কোনও নতুন লুকে নতুন কোনও ছবিতে তিনি ধরা দিতে পারেন বলে জানিয়েছেন সোশ্যালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584