নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ
ইদানিং তাঁর ঊষসী নামটা একপ্রকার ভুলতে বসেছে দর্শক৷ জুন আন্টি নামেই তাঁকে আজকাল বেশি চেনে লোকে। তাঁর উপর আমজনতার রাগের অন্ত নেই। আবার তাঁকে পর্দায় দেখা না গেলেও লোকের সমস্যা। তারা মিস করে জুন আন্টিকে। জুন আন্টির মহিমা এমনই।
তাঁর ‘মাসি….ইইই… এই সংলাপে লোকের যেমন জ্বালা ধরে তেমনি উপভোগও করে। অনেকে আবার তাকে নকলও করে। এমনই চরিত্রের ক্ষমতা। নিজের অভিনয় সৌকর্যের মাধ্যমে এমনই তিনি প্রভাব ফেলেছেন মানুষের মনে। তবে আর শুধুমাত্র জুন হিসেবে নিজেকে বেঁধে রাখতে চান না ঊষসী। তাই শুরু হল তাঁর নতুন ভাবে পথ চলা। সেই নতুন পথের সাথী তাঁর ইউটিউব চ্যানেল। তাঁর ভক্তকূল জানে অভিনেত্রীর সঙ্গীত প্রতিভা।
তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত কদর পায় তাঁর ভক্তদের কাছে। প্রিয় গায়ক কবীর সুমনের গান ‘সাড়া দাও’ দিয়েই তিনি শুরু করলেন নতুন যাত্রা। সঙ্গীতায়োজনে নীলাব্জ নিয়োগী।
আরও পড়ুনঃ ‘কাদম্বরী আজও’ একইরকম, জুটি বাঁধছেন অঙ্কিতা-অমিতাভ
শুধু অভিনয় বা গান নয়, নানা ধরনের সামাজিক কাজেও নিজেকে নিয়োজিত রাখেন ঊষসী। কর্মমুখর ব্যস্ততায় ডুবে থাকেন সারাদিন। এবার ব্যস্ততা আরও বাড়ল তাঁর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584