মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের শেষদিনে পুরো বরাদ্দের বিস্তারিত ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ১২মে রাতে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের নাম ‘আত্মনির্ভর ভারত’।
করোনা পরিস্থিতিতে দূর্বল হয়ে পড়া ভারতের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতেই এই আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ১৩মে বুধবার থেকে এই আর্থিক প্যাকেজের বিষয়ে বিস্তারিত জানাতে শুরু করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই আর্থিক প্যাকেজ কোন খাতে কিভাবে বরাদ্দ হবে তা পাঁচ দফায় বিস্তারিতভাবে জানান অর্থমন্ত্রী।
আরও পড়ুনঃ চতুর্থ দফায় দেশজুড়ে ১২ ঘন্টার নাইট কার্ফু জারি
তবে নয়া প্যাকেজে কত টাকা বরাদ্দ হয়েছে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল। এ বিষয়ে ধোঁয়াশার মধ্যে ছিলেন সকলে। অবশেষে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের শেষদিনে পুরো বরাদ্দের বিস্তারিত ব্যাখ্যা দিলেন সীতারমন। তিনি জানান, ‘আত্মনির্ভর ভারত’ প্যাকেজে মোট ২০লক্ষ ৯৭হাজার ০৫৩ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এর মধ্যে ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা’-সহ কেন্দ্রের অন্যান্য পদক্ষেপে আগেই ১,৯২,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়েছে ৮,০১,৬০৩ কোটি টাকা। অর্থাৎ নয়া ‘আত্মনির্ভর ভারত’ প্যাকেজে বরাদ্দের পরিমাণ ১১,০২,৬৫০ কোটি টাকা।
আরও পড়ুনঃ লকডাউন ৪: কর্মক্ষেত্রে থার্মাল স্ক্রীনিং ‘আরোগ্য সেতু’ অ্যাপ বাধ্যতামূলক
এখানেই শেষ নয়, নয়া প্যাকেজে কোন খাতে কত টাকা দেওয়া হয়েছে, এদিন তারও একটি বিস্তারিত তালিকা তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, প্রথম দফায় ক্ষুদ্র, মাঝারি ও ছোটো শিল্প, টিডিএস এবং টিডিএসে ছাড়, বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা-সহ বিভিন্ন খাতে ৫,৯৪,৫৫০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। দ্বিতীয় ও তৃতীয় দিনে মুদ্রা শিশু লোন, পরিযায়ী শ্রমিকদের দু’মাস বিনামূল্যে রেশন, কৃষি পরিকাঠামো, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মতো খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে।এই দু’দফায় বরাদ্দের পরিমাণ যথাক্রমে ৩,১০,০০০ কোটি এবং ১,৫০,০০০ কোটি টাকা। চতুর্থ দফায় মূলত কাঠামোগত সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। এই দিনে ৮,১০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। শেষ দফায় ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগায় বাড়তি ৪০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
আজ পঞ্চম দফায় আটটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তিম পর্যায়ের বৈঠকে ১০০দিনের কাজ প্রকল্পে বাজেটের বাইরেও ৪০হাজার কোটি টাকা অতিরিক্ত দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। এই প্রকল্পের কর্মদিবসও বাড়ানো হবে বলে জানান তিনি। এদিন অর্থমন্ত্রী জানান, স্কুলশিক্ষায় ‘ওয়ান নেশন ওয়ান চ্যানেল’ প্রকল্প চালু হবে। এছাড়া পঞ্চম দফায় স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রের আরও ছয়টি প্যাকেজ ঘোষণা করেন অর্থমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584