‘উন্নয়ন’ চুরি যোগীর বিজ্ঞাপনে! দিনভর উত্তাল নেটপাড়া, দায় স্বীকার সংবাদমাধ্যমের

0
54

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

একটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যমের রবিবারের সংস্করণের প্রথম পাতা জোড়া এক বিজ্ঞাপন নিয়ে সকাল থেকে উত্তাল নেট পাড়া । বিজ্ঞাপনে দেখা গিয়েছে, যোগী আদিত্যনাথের সঙ্গে ছবি রয়েছে কলকাতার ‘মা’ উড়ালপুলের। রয়েছে কলকাতার একাধিক অভিজাত আবাসনের ছবি। উড়ালপুলের ওপর চলতে দেখা গিয়েছে কলকাতার ‘ট্রেডমার্ক’ হলুদ ট্যাক্সিও।

Controversial image
এই সেই বিতর্কিত ছবি

বিজ্ঞাপনের উপরে লেখা ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ’। বিজ্ঞাপনটি নজরে আসতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিজেপিকে কাঠগড়ায় তোলে তৃণমূল।

ঘটনার গুরুত্ব বুঝে তৎপর হয় উত্তরপ্রদেশ সরকার। সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়, বিজ্ঞাপন তৈরির সময় ভুল করেছে সংশ্লিষ্ট সংবাদপত্রটি।

অবশ্য পরে সেই অভিযোগ মেনে নিয়ে সংবাদপত্র কর্তৃপক্ষ একটি টুইট করে জানায়, “সংবাদপত্রে প্রকাশিত একটি বিজ্ঞাপনে কোলাজ তৈরির সময় অনিচ্ছাকৃতভাবে ভুল ছবি দেওয়া হয়েছে। বিপণন বিভাগের ভুলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ডিজিটাল মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়েছে।“ এখন প্রশ্ন উঠছে তাহলে কি যোগী সরকারের চাপেই বিজ্ঞাপন সরিয়ে ফেলল ওই সংবাদপত্র গোষ্ঠী?

আরও পড়ুনঃ নারদা মামলায় বিধানসভার স্পিকারের অনুমতি ছাড়াই চার্জশিট পেশ, তলব ইডি আধিকারিকদের

২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। অথচ নানা কারণে সেখানে চাপে রয়েছে যোগী সরকার। তাই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে রাজ্যের উন্নয়নের ছবি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে বিজেপি সরকার। আর তা করতে গিয়েই কলকাতার আর উত্তর প্রদেশ গেল গুলিয়ে। তবে দায় যখন সংবাদপত্র স্বীকার করেই নিয়েছে অতঃকিম!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here