নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:
দেশের বৃহত্তম থার্ড পার্টি সামুদ্রিক পরিষেবা প্রদানকারী সংস্থা ওশান স্পার্কল লিমিটেড এখন থেকে আদানির। OSL -এর ১০০ শতাংশ মালিকানা কিনে নিল আদানি গ্রুপ। টাওয়ারেজ, পাইলটেজ ও ড্রেজিং-এর মত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকে OSL। জানা গিয়েছে
ওশান স্পার্কল লিমিটেডের ব্যবসায়িক মূল্য ১৭০০ কোটি টাকা।
এই অধিগ্রহণের ফলে বন্দর ব্যবসায় অনেকটাই সুবিধা হবে আদানি গোষ্ঠীর। ভারতের সামুদ্রিক পরিষেবার বাজারে আদানি গোষ্ঠীর অংশীদারিত্ব বাড়বে। পাশাপাশি, অন্যান্য দেশে বন্দর ব্যবসায় উপস্থিতি প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও অনেকটাই এগিয়ে রইলো আদানি গ্রুপ।
আরও পড়ুনঃ
যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়েও সম্ভব দেশের অর্থনীতির উন্নতি, উপায় বাতলে দিলেন মনমোহন সিং
আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (APSEZ) তার সহযোগী সংস্থা, আদানি হারবার সার্ভিসেস লিমিটেডের (TAHSL) মাধ্যমে এই অধিগ্রহণ করেছে বলে জানা গিয়েছে। অধিগ্রহণের ঘোষণার পরে আদানি গোষ্ঠীর শেয়ার মূল্যও ক্রমশ উর্ধমুখী হতে শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584