মনিরুল হক, কোচবিহারঃ
রাজ্যের উপনির্বাচনে দলের পক্ষ থেকে বাড়তি দায়িত্ব দেওয়া হল কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ তথা কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায়কে। বৃহস্পতিবার কলকাতায় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ প্রতিম রায়কে এই দায়িত্ব দেন।
সম্প্রতি রাজ্যর তিনটি বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। এই তালিকাই রয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ,পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর, নদীয়া জেলার করিমপুর। তিনটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃনমূল কংগ্রেস,বিজেপি ও কং-বাম জোট। কালিয়াগঞ্জ উপনির্বাচনে দলের পক্ষে ভোট প্রচারের দায়িত্ব দেওয়া হয়ছে তৃনমূল কংগ্রেস নেতা পার্থ প্রতিম রায়, বিধায়ক খগেশ্বর রায় ও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। খুব শীঘ্রই দলের প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন তাঁরা।
এই দায়িত্ব পাওয়ার পরই দলের নেতা পার্থ প্রতিম রায় বলেন, আমাকে যে দায়িত্ব নেত্রী দিয়েছেন তা আমি যথাযথ ভাবে পালন করার চেষ্টা করব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584