ভরতপুরে আধার কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১

0
53

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ: 

মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত সয়দকুলুট গ্রামে সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভরতপুর থানার পুলিশ। উল্লেখ্য এনআরসির সময় সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস ও আলী আক্তার নামের ২ ব্যক্তি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আধার কার্ড নেয় এবং তাদেরকে বলে তাদের আধার কার্ড দিলে তাদের এনআরসি সংক্রান্ত সমস্ত কাগজ ঠিক করে দেওয়া হবে।কিন্তু সেই আধার কার্ডগুলি নিয়ে বিভিন্ন মোবাইলের সিম তোলে ওই দুই ব্যক্তি।

ভরতপুর থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে ভরতপুর থানার পুলিশ সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস নামের ব্যক্তিকে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৪, ৪৭১, ১২০ বি ধারায় মামলা রুজু করে মঙ্গলবারের দিন কান্দি মহকুমা আদালতে পেশ করে। ধৃত সৈয়দ ফরিদুল আলম ওরফে প্যারিস কে মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে ভরতপুর থানার পুলিশের পক্ষ থেকে পেশ করা হলে কান্দি মহকুমা আদালতের বিচারপতি ভাস্কর মজুমদার ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here