জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবারের দিন লোকসভার পরিষদীয় বিরোধী দলের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করলেন। এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের সংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠক করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে এক হাত নিলেন।
আরও পড়ুনঃ বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে মোমবাতি মিছিল কংগ্রেসের
রাজ্যের বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, “কেউ কেউ রাজ্যে ৩৫৬ ধারা চাইছেন কিন্তু তারা জানেন না যে তারা যতই চান মোদির ও দিদির সমঝোতার কারণে রাজ্যে কোনোদিনই ৩৫৬ ধারা জারি হবেনা।“ অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী বলেন রাহুল গান্ধী তার বন্ধুর বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে নেপাল যান সেখানে তার ত্রুটি খুঁজে বার করছে কেন্দ্রীয় সরকারের শাসক দল, আর প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন তখন তাদের নজরে আসছে না। সব মিলিয়ে এদিনের সাংবাদিক বৈঠক থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে বারংবার বিভিন্ন বিষয়ে কাঠগড়ায় দাঁড় করালেন লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584