নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
শনিবার বিকেলে মুর্শিদাবাদ ব্লক কংগ্রেসের ডাকে মহামিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হন অধীর চৌধুরী। শুভেন্দু অধিকারী মেদিনীপুরের সভা থেকে বলেছেন, তোলাবাজ ভাইপো হটাও, এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ভাইপো হটাবে কেন, দিদি কে হঠাতে পারছেন না।
ভাইপো কে জন্ম দিয়েছেন দিদি, দিদি না থাকলে হয়তো ভাইপো হত না। ভাইপো কে হটাবো আর দিদি কে রাখব এমন শ্লোগান তো চলতে পারে না।
হঠাতে গেলে সবাই কে হঠাতে হবে, গোটা তৃণমূল দলকে হঠাতে হবে। আমরা শুধু ভাইপো নয়, সমগ্র তৃণমূল দলকে হঠাতে বলছি।”
আরও পড়ুনঃ দশ বছর ধরে মমতাকে প্রণাম করেছেন শুভেন্দু অধিকারী-আক্রমণাত্মক কল্যাণ
অধীর চৌধুরী এও বলেন, তৃণমূল দলে সাধারণ যারা কর্মী আছেন তাদের কে কংগ্রেসে আহ্বান জানানো হয়েছে, তৃণমূল দলের সাধারণ কর্মীরা আমাদের দলে স্বাগত।
পুরুলিয়ার একজন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন, এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, পুরুলিয়াতে কংগ্রেস জিতবে চ্যালেঞ্জ করলাম বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584