রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
বাংলায় চলছে ছ্যাঁচড়ামি আগে এই ছ্যাঁচড়ামির হাত থেকে বাংলাকে উদ্ধার করা দরকার বললেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
শুক্রবার বহরমপুর গ্র্যান্ট হলে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এ দিনে এই সভাটি মূলত ছিল বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে। কেন্দ্রের বিজেপি, রাজ্যের তৃণমূল সরকারের প্রান্ত নীতি, অর্থনৈতিক বেহাল দশা, বেসরকারিকরণ, বেকারত্ব, এনআরসি নিয়ে ভুল বার্তা এবং অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা।
এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর বিধায়ক মনোজ চক্রবর্তী, জেলার অন্যান্য বিধায়ক ও কর্মীরা। জনসভায় কংগ্রেস কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সভাশেষে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যপালকে হেলিকপ্টার না দেওয়ার জন্য তার তীব্র প্রতিবাদ করে বলেন- রাজ্যপালের পদ ভালো দামি পদ। একটা রাজ্যপাল রাজ্যে ভিজিট করতে আসবেন তার জন্য সরকারের পক্ষ থেকে একটি হেলিকপ্টার দেওয়া হবে না এটা কিরকম অতিথিপনা।
রাজ্যের ছোটখাটো মন্ত্রীরা সাধারণ জনসভার জন্য হেলিকপ্টার ব্যবহার করে থাকেন মুখ্যমন্ত্রী নিজে হাওয়া খাওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। তাহলে একটা রাজ্যপালকে হেলিকপ্টার না দেওয়ার কি আছে। রাজ্যে চলছে ছ্যাঁচড়ামি। আগে এই ছ্যাঁচড়ামির হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584