নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বৈরথ লেগে রয়েছে অনেকদিন ধরেই। জনসমাবেশ হোক বা সোশ্যাল মিডিয়া একে অপরকে দুষে থাকেন দুজনেই। কিন্তু এমনটা চলতে থাকলে পশ্চিমবাংলার রাজনৈতিক পরিমণ্ডলের গাম্ভীর্য যে লঘু হবে, এমনটাই জানালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
তৃণমূল সুপ্রিমোকে পরামর্শ দিয়ে এ দিন সাংসদ অধীর চৌধুরী মমতা বন্দোপাধ্যায়কে রাজ্যপালের প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতির দরবারে যেতে বলেন।
জাতীয় গণমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে অধীর বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপালের যে সার্কাস প্রতিনিয়ত চলছে তা একদমই কাম্য নয়। রাজ্যপালের এ হেন আচরণ আগে কখনও দেখা যায়নি। বোঝাই যাচ্ছে যে তিনি এই রাজ্যে বিজেপি-র শক্তি বৃদ্ধিতেই এসেছেন।
আরও পড়ুনঃ দেশকে ভুল বোঝাচ্ছেন অমিত শাহ, সোজাসাপটা আসাউদ্দিন
কংগ্রেস সাংসদ আরও জানান, রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূলের অপেক্ষাকৃত ছোট নেতারা কথা না বলে যদি খোদ মুখ্যমন্ত্রী এই ব্যাপারে রাষ্ট্রপতির কাছে আবেদন জানান, তাহলে তা ফলপ্রসূ হবে। এটা স্পষ্ট যে বর্তমান রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন।
তৃণমূলের সব বিধায়কদের একসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দেওয়ার আর্জি জানান অধীর বাবু।
আরও পড়ুনঃ এনপিআর-এনসিআর-র পারস্পরিক সম্পর্ক নিয়ে ভোলবদল শাহের
মুখ্যমন্ত্রীকে বিরোধী নেতার এই রকম আগ বাড়িয়ে পরামর্শ দেওয়া অনেকেই আবার অন্য চোখে নিয়েছেন। রাজনৈতিক মহলে এ নিয়ে কথা উঠেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584