পুরভোট নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা অধীরের

0
55

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আজ শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে পৌরভোট নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, সারা বাংলায় যে স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা সরকারকে দিনের পর দিন মানা করে আসছেন তা সত্ত্বেও লাগামহীনভাবে ভোট করার জন্য এই করোনা পরিস্থিতিতে সরকার ঝাঁপিয়ে পড়েছে।

Adhir Chowdhury
অধীর রঞ্জন চৌধুরী। নিজস্ব চিত্র

এই নির্বাচন করার পক্ষে সরকার তাদের মত দিয়ে দিয়েছিলেন আর এখন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবং সারা বাংলা জুড়ে মানুষের ক্ষোভ প্রকাশ চলছে তখন পশ্চিমবঙ্গ সরকারের টনক নড়েছে। আর বুঝি ভোট নিয়ে ছেলেখেলা ঠিক নয় তাই সরকার এখন মনে করছে ভোট কিছু দিন পিছিয়ে নেওয়া দরকার। তাই এই সিদ্ধান্ত নিয়েছে একপ্রকার বাধ্য হয়েই।

এদিন অধীর রঞ্জন চৌধুরী কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেন, বড় গাফিলতি ছাড়া এই রেল দুর্ঘটনা হতে পারে না। আজকে ভারতবর্ষের সরকার বলছে বুলেট ট্রেন চালাবে, কিন্তু প্রতিদিন যে রেললাইনের উপর দিয়ে ৬৬,০০০ কিলোমিটার দিয়ে আড়াই কোটি মানুষ যাতায়াত করছে সেখানে রেলের সুরক্ষার জন্য সরকারের আরো নতুন ভাবে ভাবনা চিন্তা করা উচিত। সরকারের গুরুত্ব দেওয়া উচিত এবং সরকারের এই রেলে আরো বিনিয়োগ করা উচিত। সেটা সরকার করছে না, যার ফলে কাজকর্মে গাফিলতি দেখা যাচ্ছে আর এই গাফিলতির ফলে সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে।

আরও পড়ুনঃ আপত্তি নেই ভোট পিছোনোয়, কমিশনকে চিঠি নবান্নের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here