নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বহরমপুরে মুর্শিদবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে মাদ্রাসা শিক্ষকদের প্রতি অনাচারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
অধীর বলেন, শিক্ষকদের চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্যের। ভোট আসার আগে মুসলিম সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য মুখ্যমন্ত্রী নানান রকম পরিকল্পনার কথা উল্লেখ করেন। কিন্তু ভোট চলে যাওয়ার পর তিনি সবকিছু ভুলে যান। কথা দিয়েছিলেন মাদ্রাসা খুলবেন কিন্তু সেই মাদ্রাসা খোলা তো দূর অস্ত মাদ্রাসায় শিক্ষকতা করা শিক্ষকদের বেতন ঠিকঠাক দিতে পারছেন না।
আরও পড়ুনঃ মেদিনীপুর মেডিকেলে ফের বন্ধ করোনা পরীক্ষা
নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য নানা প্রতিশ্রুতি দিলেও তিনি শিক্ষকদের স্বার্থের জন্য কোন কিছুই করছেন না। মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি প্রসার করার জন্যে কোটি কোটি টাকা খরচ করে থাকেন কিন্তু এই সমস্ত শিক্ষকরা যাদের বেতনের নিতান্ত প্রয়োজন তিনি তাদের জন্য কোন কিছুই ভাবছেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584