নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ডোমকলের জনকল্যাণ ময়দানে এনআরসি সিএএ বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের ডাকে।
এদিন ডোমকল মহকুমার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে এসে কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত হয়। এদিনের প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লোকসভায় কংগ্রেস নেতা এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
অধীর চৌধুরী তার ব্যক্তব্যে বলেন যে, কেন্দ্রীয় সরকার যে আইন করেছে তাতে শুধু মুসলিম নয় হিন্দুরাও সমস্যার মধ্যে পড়বেন। ফলে সকল ভারতবাসীকেই সিএএ বিরোধী আন্দোলন গড়ে তোলার ডাক দেন অধীর।
একইসাথে তিনি প্রশ্ন তোলেন, লোকসভায় সিএবি পাশের দিন কেন তৃণমূলের আট কর্মী অনুপস্থিত ছিলেন? একই সাথে তাঁর সভাস্থল নিয়েও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584