শুভেন্দু ইস্যুতে ময়দানে অধীর, মনোবাঞ্ছা পূর্ণ হবে না পাল্টা কল্যাণ

0
123

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

“ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক মঞ্চে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে অনেককেই ছেঁটে ফেলছেন মমতা। এবার পালা শুভেন্দুর। তাঁর বিদ্রোহ তো স্বাভাবিক। যদিও তৃণমূলের আর তৃতীয়বার ক্ষমতায় আসা স্বপ্নমাত্র। তাই ভাবী মুখ্যমন্ত্রীর জায়গা আর নেই তৃণমূলের।“

mamata banerjee | newsfront.co
কোলাজ চিত্র

সোমবার এরকম বক্তব্য রেখে রাজ্যে অস্থিরতার রাজনৈতিক আগুনে বাতাস দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার কংগ্রেস পরিষদীয় নেতা অধীর চৌধুরী।জেলায় ‘আমরা দাদার অনুগামী’ ব্যানার পোস্টার, দলীয় কর্মসূচিতে দোর্দদণ্ডপ্রতাপ নেতার অনুপস্থিতি- জল্পনার শীর্ষে মন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান। বিজেপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই জোড়াফুল ছেড়ে পদ্মে যোগদানের জন্য নন্দীগ্রামের তৃণমূল বিধায়ককে আহ্বান জানিয়েছেন। এবার শুভেন্দু ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের উত্থানের পিছনে শুভেন্দু অধিকারীর অবদান অস্বীকার করা যাবে না।“

আরও পড়ুনঃ এনামুল-লালা যোগসূত্র সিবিআই তদন্তে

প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়,”পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্তিবৃদ্ধির পিছনে শুভেন্দু অধিকারীর অবদান মানতেই হবে। নন্দীগ্রামের মানুষের তাঁদের পরিবারের প্রতি আস্থা রয়েছে। আজ তৃণমূলের এই বাড়বাড়ন্তের পিছনে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের বড় ভূমিকা রয়েছে। নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবারের বড় অবদান রয়েছে। কিন্তু আজ তাঁদের সেই অবদান কেউ মনে রাখেনি।“ একই সঙ্গেই তৃণমূল সুপ্রিমোকে একহাত নিয়েছেন অধীর। তিনি বলেছেন, “ অভিষেককে রাজনৈতিক মঞ্চে এগিয়ে নিয়ে যেতে অনেককেই ছেঁটে ফেলছেন মমতা। এবার পালা শুভেন্দুর। তাঁর বিদ্রোহ তো স্বাভাবিক।“

আরও পড়ুনঃ তৃণমূলকে বাঁধাকপির সাথে তুলনা দিলীপের

কার্যত শুভেন্দু-সহ গোটা অধিকারী পরিবারের হয়ে সুর চড়িয়ে তৃণমূলের অন্দরের বিবাদ আরও চওড়া করতেই অধীর চৌধুরীর এই মন্তব্য বলে মনে করছে রাজনৈতিক মহল।পাল্টা তোপ দেগে তৃণমূলের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,” শুভেন্দু অধিকারীর দল ছাড়ার কোনও প্রশ্নই ওঠে না।

ও আমাদের দলেই রয়েছেন। শুভেন্দুর নেতৃত্বদানের ক্ষমতা খুবই উজ্জ্বল ও তৃণমূলের সম্পদ। যেকোনও দলেরই সম্পদ হতে পারেন উনি। তাই কিছু মানুষ শুভেন্দুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের দূরত্ব বাড়াবার চেষ্টা করে রাজনৈতিক ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রকারীদের এই মনোবাঞ্ছা কখনও সফল হবে না।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here