নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
বুথ ফেরত সমীক্ষা কী সত্যি হবে! বিহারের মসনদে কে বসবে তেজস্বী নাকী চতুর্থ বারের জন্য নীতিশ? এই নিয়ে দড়ি টানাটানির লড়াই শুরু হয়ে গিয়েছে। বিহারের ভোট গণনা আজ। সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
তিনি বলেন ২০১৪ সালে নরেন্দ্র মোদী সম্পর্কে কেউ কিছু বলত না কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে সমালোচনা শুরু হয়েছে এই দলটির সম্বন্ধে। তেজস্বী যাদব সম্পর্কে অধীর বাবু বলেন ৩১ বছরের যুবক লড়াই করেছে, জোট মাধ্যমে সঙ্গে পেয়েছে কংগ্রেস ও বাম দলগুলোকে।
আরও পড়ুনঃ জেলায় দলে চিড় ধরালে ব্যবস্থা, হুঁশিয়ারি তাহেরের
সকল ধর্মনিরপেক্ষ দলগুলো একসঙ্গে জোট করলে বিজেপির পতন নিশ্চিত। বিজেপি সরকার এখন নীতিশ কুমার কে কেন্দ্রীয় মন্ত্রীত্ব দিতে চাইছেন। তেজস্বী যাদবের প্রশংসায় পঞ্চমুখ অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে সবজি বাজার পরিদর্শনে মহকুমা শাসক
তিনি বলেন, ৩১ বছর বয়সের ছেলের নেতৃত্বে ভোটে প্রধানমন্ত্রীকে প্রচারে দশ-বারোবার আসতে হয়েছে। মুসলমানদের ভোট কাটার জন্য বিজেপি ব্যবহার করছে আসাউদ্দিন অবিসি কে। কোটি কোটি টাকা দিয়ে ধর্মনিরপেক্ষ দলগুলোকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি। তবে নৈতিক দিক দিয়ে তাদের পরাজয় হয়েছে বলেই মনে করছেন বহরমপুর সাংসদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584