নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে বিরোধ প্রসঙ্গে মুখ খুললেন বহরমপুর সাংসদ অধীর চৌধুরী। এদিন অধীর চৌধুরী বলেন রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে কোন সংলাপ নেই, আলাপ নেই, সম্পর্ক নেই।

রাজ্যপাল রাজ্যপালের মতো চলছেন রাজ্য সরকার রাজ্য সরকারের মতো চলছেন। সর্বত্র অরাজকতা চলছে। তিনি বলেন এই অরাজকতা গ্রামে আছে, এই অরাজকতা শহরে আছে, এই অরাজকতা নবান্নে আছে এবং রাজভবনেও আছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামেও কী পঙ্গপাল! বিতর্কের মাঝেই আতঙ্ক
অধীর বাবু বলেন এখানকার সংবাদমাধ্যমরা যদি রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু লেখে তাহলে তাদেরকে হেনস্থার মধ্যে পড়তে হয়। তাদের থানায় ডেকে পাঠানো হয়। ঘন্টার পর ঘন্টা তাদের জেরা করা হয়। এটাই কি বাংলার গণতন্ত্র? এদিন বাংলার মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরী আবারও বলেছেন “চিরদিন কাহারো সমান নাহি যায়”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584