ব্রিগেডে মিলনের মাঝেই দ্বন্দ্ব

0
93

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এই ফাগুনের দুপুরে ব্রিগেড দেখাল তার চেনা চেহারাকে। বাম, কংগ্রেস ও আইএসএফ এর ব্রিগেড যেন এদিন মিলন মেলা। বাম কংগ্রেস নেতাদের সাথেই ব্রিগেডের সমাবেশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আব্বাস সিদ্দিকীর ভাষণ মন কাড়ল জনতার। বামেদের প্রসংশা করে তিনি বলেন,’ভিক্ষা চাই না, অংশীদারিত্ব চাই। কেউ যদি বন্ধু ভেবে আসতে চাই সমর্থন করব।’

Brigade Meeting | newsfront.co
কোলাজ চিত্র

কথা বলতে এটুকুই ছিল। কিন্তু তাতেই বার্তা স্পষ্ট। যাঁদের উদ্দেশ্যে একথা বলা, বুঝলেন তাঁরাও। রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নির্বাচনী বার্তা দিতে গিয়ে আব্বাসের এটুকু মন্তব্যেই বোঝা গেল, কংগ্রেসকেই তিনি কাঠগড়ায় তুলছেন। কারণ, সিপিএমের সঙ্গে জোট রফা হয়ে গেলেও, কংগ্রেস সেভাবে আব্বাসের দলকে জায়গা ছেড়ে দিতে রাজি নয়।

এদিন দেখা গেল, সভা শুরুর বেশ খানিকক্ষণ পর সেখানে পৌঁছান আব্বাস সিদ্দিকী। সেসময় মঞ্চে বক্তব্য রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। আব্বাস মঞ্চে উঠতেই তাঁকে ডেকে নেন মহম্মদ সেলিম। তাঁকে ভাষণ রাখার কথা বলেন। তাতে মেজাজ হারান অধীর চৌধুরী। বক্তব্য অসমাপ্ত রেখে মঞ্চ ছেড়ে নেমে যেতে চান। তাঁকে কোনওক্রমে বুঝিয়ে তা আটকে দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আরও পড়ুনঃ জোটের ব্রিগেডে মঞ্চ কাঁপালেন ‘ভাইজান’

আপাতভাবে তা মিটে গেলেও এই ঝাঁজালো আক্রমণ যে হজম করতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি, তা গোপন রইল না। এরপর ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্টের প্রধানের ভাষণে কংগ্রেসকে ইঙ্গিত স্বভাবতই আরও অস্বস্তিতে ফেলে অধীর চৌধুরীকে। তিনি ব্রিগেডের সভা শেষ হওয়ার আগেই ময়দান ছাড়েন।

আরও পড়ুনঃ আমাদের বিমান-অধীর-আব্বাস আছে, আমরা জিতবঃ সেলিম

রাজ্য থেকে তৃণমূল সরকারকে হঠিয়ে দিতে বাম-কংগ্রেস জোট নতুন নয়। রাজনৈতিক আদর্শে একে অপরের বিপরীতমুখী হলেও, সময় বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কট্টর আদর্শ থেকে খানিক সরে এসেছে দুই দল। ২০১৬ সালে তাই তৃণমূল বিরোধী লড়াইয়ে হাতে হাত মেলাতে বিশেষ বেগ পেতে হয়নি কাউকেই। একুশে আবার পরিস্থিতি আরও কিছুটা আলাদা। মাথাচাড়া দিয়ে উঠেছে বিজেপি। ফলে লড়াই এখন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে।

বিজেপির গায়ে আবার হিন্দুত্বের তকমা। ফলে তার বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গুরুত্ব ভিন্ন। সেই কারণেই সম্ভবত বাম-কংগ্রেস জোটে এবার নতুন শরিক আব্বাসের আইএসএফ। কিন্তু বামেদের মতো কংগ্রেসও কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এতটাই গুরুত্ব দিতে প্রস্তুত? এই প্রশ্ন আজ তুলে দিল ব্রিগেডের এই সমাবেশ। কোথাও যেন তাল কাটল সুরের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here