“টাকা খায় পুলিশ আর বদনাম হয় কাউন্সিলারের”, বেআইনি নির্মাণ প্রসঙ্গে ফিরহাদ হাকিম

0
50

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শহরে বেআইনি নির্মাণে পুলিশ আর আবাসন দপ্তরের একাংশ টাকা তোলে আর বদনাম হয় কাউন্সিলারের। শনিবারে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেআইনি নির্মাণ প্রসঙ্গে কার্যত কাউন্সিলারদের ক্লিনচিট দিয়ে এমনটাই বললেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।

Firhad Hakim
ফিরহাদ হাকিম

জনসংযোগ বাড়াতে কলকাতা পুরসভার মেয়র হওয়ার পর থেকে প্রতি শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে অংশ নেন ফিরহাদ হাকিম। এদিনের অনুষ্ঠানে সরাসরি মেয়রকে বেআইনি নির্মাণের অভিযোগ জানান একজন। ‘সংবাদ প্রতিদিন’-এর এক প্রতিবেদনে প্রকাশ ৬৯ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা এদিন বেআইনি নির্মাণ এর অভিযোগ জানান। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “পয়সা খায় বিল্ডিং ডিপার্টমেন্ট আর থানা। আর বদনাম হয় কাউন্সিলরের। কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা কাউন্সিলর জানবেন না। তার কাছে তো বিল্ডিং প্ল্য়ান আসবে না।“

আরও পড়ুনঃ লিখিত থাকা সত্বেও সোমবারের আগেই আনিসের দেহ তুলতে গেলে স্থানীয়দের বাধা পুলিশকে

তবে বিরোধীদের অভিযোগ, কলকাতার বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণের সঙ্গে স্থানীয় কাউন্সিলররা সরাসরি যুক্ত থাকেন। তাঁদের বক্তব্য, অত্যন্ত সুকৌশলে মহানাগরিক ফিরহাদ হাকিম কাউন্সিলরকে বাঁচিয়ে বিল্ডিং বিভাগ ও পুলিশকে সরাসরি ‘টাকা খাওয়ার’ অভিযোগে অভিযুক্ত করলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here