লিখিত থাকা সত্বেও সোমবারের আগেই আনিসের দেহ তুলতে গেলে স্থানীয়দের বাধা পুলিশকে

0
42

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ছাত্রনেতা আনিস খানের হত্যা তদন্তে আদালত দ্বিতীয়বার আনিসের দেহ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী শনিবার ভোরবেলা বিরাট পুলিশবাহিনী আনিসের দেহ তুলতে যায় কবরস্থানে গেলে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে সেখান থেকে ফিরে আস্তে হয় তাদের।

Anis Khan
আনিস খান। ছবিঃ ফেসবুক

গ্রামবাসীদের বক্তব্য, আনিসের দেহ ময়নাতদন্ত করার অনুমতি চাইতে পুলিশ আনিসের বাড়িতে গেলে আনিসের বাবা তাঁদের বলেন সোমবার সকালে আসতে। পুলিশের বিশাল বাহিনীর মধ্যে ছিলেন এসডিপিও সহ অনেকেই। এলাকাবাসীর দাবি, আনিসের পরিবার ইতিমধ্যেই সময় চাওয়া সত্বেও কেন পুলিশ শনিবার গেল।

স্থানীয়দের তরফে বলা হয়, এই দেহ কোনও ভাবেই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া যাবে না। দেহ তুলতে হলে আনিসের পরিবারের সম্মতি লাগবে। বিনা অনুমতিতে দেহ কোনও ভাবেই তুলে নিয়ে যাওয়া যাবে না।

আরও পড়ুনঃ আনিস খুনের তদন্তে আপাতত ‘সিট’ -এই আস্থা, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

আনিসের বাবা লিখিতভাবে সিটের সদস্যদের জানিয়েছেন সোমবার আনিসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য তোলা যাবে। কাজেই সেই কথা মেনে সোমবারেই দেহ নিয়ে যাবেন তাঁরা। আর এটাই স্বাভাবিক, তার বদলে শনিবার কেন বিডিও, এসডিপিও সহ পুলিশ গেল দেহ তুলতে এখানেই আপত্তি গ্রামবাসীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here