নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
জনসংযোগের অঙ্গ হিসাবে নিজের বিধানসভা এলাকায় দিদিকে বলো কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।
রবিবার তিনি কোচবিহার ১ নং ব্লকের হরিণচওড়া এলাকায় যান সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ গেটের সামনে সাধারন মানুষের সাথে কথা বলেন পাশাপাশি শোনেন তাদের অভাব অভিযোগের কথা।এলাকায় একটি পাকা রাস্তার দাবী করেন এলাকার মানুষ।
মন্ত্রী জানান আগামী দিনে বিধায়ক কোটার টাকায় এই পথটি নির্মিত হবে। উপস্থিত সাধারন মানুষকে ‘দিদিকে বলো’ কর্মসূচির স্টিকার, লোগো ও দিদির বলার ফোন ও ওয়েব সাইট নম্বর বিতরণ করেন এমনকি এদিন মন্ত্রী ‘দিদিকে বলো’ লেখা গেঞ্জি কর্মীদের পরিয়ে দেন।
আরও পড়ুনঃ ‘দিদিকে বলো’ প্রচারে সভার আয়োজন জলঙ্গীতে
সেখানে সাধারন মানুষের উৎসাহ দেখে অবিভূত মন্ত্রী।এদিন এই ব্লকেরই পানিসালা,মহিসবাথান, বটতলা,কালীঘাট প্রভৃতি এলাকাতেও তাঁর কর্মসূচি রয়েছে।আগামিকাল তিনি যাবেন নাটাবাড়ি এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584