উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক কাজী আব্দুল রহিম শনিবার তৃণমূলে যোগ দিয়েছিলে। তৃণমূল ভবনে তাঁর হাতে পতাকা তুলে দেন ববি হাকিম। এরপরই কংগ্রেস থেকে দল ভাঙানো নিয়ে মমতাকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতা অধীর রঞ্জন চৌধুরি।
শনিবারই একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক গত ছ’মাস ধরে তৃণমূলে যোগদান করবেন কি করবেন না সেই ভাবনায় ব্যস্ত ছিলেন। তার জেলার তৃণমূল মন্ত্রী অনেক অফার দিয়েছেন আমরা জানি।
আমাদের কাছে খবর ছিল, বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে আমাদের সকলের শ্রদ্ধেয় বসিরহাটের গান্ধী গফফর সাহেবের ছেলের, কংগ্রেস দল ছেড়ে ধান্দার জন্য পলায়ন অনৈতিক হবে। ওনার মনে হয়েছে তৃণমূল পার্টির এই পড়ন্ত বেলায় যোগদান করলে কিছু লাভ হতে পারে। যাই হোক, বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক নতুন করে নির্বাচিত করবো আমরা।“
আরও পড়ুনঃ সোনার বাংলা গড়তে সাহায্য করুন-পদ হারানো রাহুলকে নির্দেশ শাহর
এরপরই তৃণমূল সুপ্রিমোকে উদ্দেশ্যে করে অধীর লিখেছেন, “বাংলার ‘দিদি’, আপনি মনে করতে পারেন কংগ্রেস দল ভাঙ্গালাম, বিরাট কিছু করে ফেললাম। চোরা-শিকারির মত দল ভাঙিয়ে বিশেষ করে মুসলিম বিধায়ক ভাঙিয়ে আপনি অলিম্পিক চ্যাম্পিয়ন হবেন, কিন্তু মনে রাখবেন সাপুড়েকে সাপের কামড়েই মরতে হয়।
আরও পড়ুনঃ বাংলায় ক্ষমতায় এলে সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে হেঁয়ালি অমিতের
খুব তাড়াতাড়িই আপনি দেখবেন তাসের ঘরের মত আপনার পার্টি ভোটের আগেই কেমন ভেঙে পড়ছে, মিলিয়ে নেবেন ‘দিদি’। যে দল ভাঙানোর খেলা আপনি বাংলায় শুরু করেছিলেন সে খেলাতেই তৃণমূল পার্টি খতম হবে, আমি অধীর চৌধুরী বললাম।“
অন্যদিকে, এদিন একই মঞ্চ থেকে তৃণমূল শিবিরে নাম লিখিয়েছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী মৌসুমী চক্রবর্তী। তিনি বঙ্গ বিজেপির সহ-সভাপতির পদে রয়েছেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী মৌমিতা-সহ আরও কয়েকজন। তৃণমূল ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতারাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584