নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী দিল্লী থেকে ভিডিও বার্তার মাধ্যমে জানান, ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে।
সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাথেও কথা হয়েছে। চেষ্টা হচ্ছে যদি ভিন রাজ্যে আটকে থাকা লোকদের পশ্চিমবঙ্গের বর্ডার অবধিও পৌঁছে দেওয়া যায়। সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকার যদি ঢোকার অনুমতি দেয় তাহলে তারা বাড়ি পৌঁছতে পারবে।
আরও পড়ুনঃ বাড়িতেই চিকিৎসার উপদেশ মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্য দফতরের অর্ডার হাসপাতালে
পাশাপাশি তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী শুধু একবার সরকারি ভাবে ঘোষণা করে দিন, ভিন রাজ্যে আটকে থাকা ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গে প্রবেশে অনুমতি দেবেন।
ব্যাস এতেই হবে, বাকি সর্বত্র কথা হয়ে গেছে। বাংলার সীমানা অবধি কোটার ছাত্রছাত্রীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584