পিঠে কুলো কানে তুলো,’দিদিকে বলো’ সম্পর্কে অধীর

0
138

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

শিক্ষক মহলে বিভিন্ন রকম দাবি দাওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে রাজ্যে।সেই বিষয়কে কেন্দ্র করে রবিবার সাংবাদিক সম্মেলন করলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী

Adhir Ranjan Chowdhury | newsfront.co
অধীর রঞ্জন চৌধুরী।নিজস্ব চিত্র

বিভিন্ন দাবি-দাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তে আন্দোলন,অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছে শিক্ষক মহল।ঘটনায় তীব্র প্রতিবাদ করে ধিক্কার জানিয়েছেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে।

এই রাজ্যে হামলাও করা হয়েছে শিক্ষকদের ওপর,মূলত সেই সমস্ত শিক্ষকদের যারা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে মার খাচ্ছেন সেই পুলিশ বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন অধীর চৌধুরী।

‘দিদিকে বলো’ যে নতুন সহায়ক যোগাযোগ মাধ্যম মুখ্যমন্ত্রী নিজে চালু করেছেন সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরার জন্য সেখানে উনি পিঠে কুলো আর কানে তুলো গুঁজে মানুষের পাশে থাকার নামে কোন কিছুই কর্ণপাত করছেন না এমনটাই জানালেন অধীর চৌধুরী।

আরও পড়ুনঃ কংগ্রেসে যোগদান

সেই সঙ্গে বারংবার শিক্ষক মহলের প্রতি দ্বিচারিতা, অমানবিক আচরণ এবং তাদের দাবি-দাওয়া কে গুরুত্ব না দিয়ে তাদের উপর হামলা করানোকে কেন্দ্র করে তীব্র ধিক্কার জানিয়ে প্রতিবাদের কথা জানাচ্ছেন অধীর চৌধুরী।

তিনি এও বললেন কেবলমাত্র বিদ্যালয় গড়লেই চলবে না বিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানো অত্যন্ত জরুরী যা বর্তমান সময়ে যথেষ্ট খামতি রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here