পুলিশ তৃনমূল নেতাদের হয়ে আগেই ময়দানে নেমে গিয়েছে:অধীর চৌধুরী

0
416

ভাস্কর ঘোষ, মুর্শিদাবাদ, ১ এপ্রিলঃ –

মুর্শিদাবাদে তৃনমূলের ঘোষিত নীতি হচ্ছে যে এখানে ডোমকল মডেলে ভোট করতে হবে। তারা মাইকে, কর্মীসভায়, জনসভাতে বলছে। ডোমকল মডেল মানে হচ্ছে, যেখানে মানুষ ভোট দিতে পারবেনা। রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শাসক দল তৃনমূলের বিরুদ্ধে এমনই মন্তব্য করলেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অধীর রঞ্জন চৌধুরি।

তিনি বলেন, ‘ডোমকল মডেল করতে হলে প্রথমে দরকার পুলিশের। সেই পুলিশ সারা বাংলা থেকে সাপ্লাই হবে। সারা বাংলায় যদি এক সঙ্গে ভোট হত তাহলে মুর্শিদাবাদে এত পুলিশ সাপ্লাই হবেনা। মুর্শিদাবাদে যখন ভোট হবে তখন সব পুলিশকে এক জায়গায় জড়ো করবে। তা না হলে এখানে তৃনমূল নেতাদের সাহস হচ্ছেনা।এখাকার পুলিশ তৃনমূল নেতাদের হয়ে আগেই ময়দানে নেমে গিয়েছে। নির্বাচনে তৃনমূল নেতারা নামার আগে এখানের পুলিশ ময়দানে নেমে গিয়ে বলছে, ভাই কেউ ক্যান্ডিডেট হয়োনা, ভোট করা যাবেনা। ভোটে যদি জেতাতে না পারি তাহলে আমাদের চাকরির প্রমোশন হবেনা। অতএব আমাদের বঙ্গশ্রী পেতে হবে, বঙ্গবভূষণ পেতে হবে। ভোট এখানে করতে দেওয়া যাবেনা। এটা হচ্ছে এই নির্বাচনকে প্রহসন করার প্রচেষ্টা। আগামী পঞ্চায়েত ভোট বাংলায় একটা প্রহসনে রুপান্তরিত করার জন্য প্রশাসন নেমে গেছে,বাংলার মুখ্যমন্ত্রী তার ব্লুপিন্ট তৈরী করেছেন।’

বাম- কংগ্রেসের জোট প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অধীর বাবু বলেন, ‘কোথাও নিচে তলার কেউ ধারাবাহিক করে লড়লে লড়বে। আমাদের কোন বাধা নিষেধ নেই। বামপন্থী দলগুলির সঙ্গে নিচের তলার কংগ্রেস কর্মীরা যদি মনে করেন জোট বাঁধবে, তাহলে তা করতে পারে। এতে আমাদের কোন বাধা নেই। কিন্তু এই বামপন্থী দলগুলির সঙ্গে আমাদের কোন আলোচনা হয়নি, হবেও না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here