রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
চারদিকে গেরুয়া হাওয়া, অন্যদিকে রাজ্যেও কড়া টক্কর শাসক দলকে।বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে একটি হাড্ডাহাড্ডি লড়াই এর চিত্র উঠে এসেছিল প্রথম থেকে।প্রচারকালীন একটি পরিস্থিতি লক্ষ্য করা গেছিল কখনো মুখোমুখি কখনো একে অপরের ভূমিতে প্রচার করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী ও অপূর্ব সরকার।
এছাড়াও বিজেপির কৃষ্ণ জোয়ারদার আর্য ছিলেন এবারের একেবারে নতুন মুখ এবং আর এস পির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ছিলেন ঈদ মোহাম্মদ।তবে জোটের পরিকল্পনা যদিও এই লোকসভা নির্বাচনে হয়নি কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে বা তার শরিক দলের সঙ্গে।
আরও পড়ুনঃ বহরমপুরে এগিয়ে অধীর,মুর্শিদাবাদে তাহের
পরিস্থিতি কি দাঁড়াতে পারে সেই নিয়ে একটা চাপানউতোর প্রথম দিন থেকেই ছিল রাজনৈতিক মহলে।আজ চূড়ান্ত ফলাফলের দিন ঘোষণা হলো।দিনের শেষে যে চিত্র উঠে এলো কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী পেলেন 587580 ভোট, তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার পেলেন 509004 ভোট, বিজেপি-র কৃষ্ণ জোয়ারদার আর্য পেলেন 140736 ভোট এবং আরএসপি-র ইদ মহম্মদ পেলেন 13317 ভোট।
অধীরের জয়ের পর বিজয় মিছিল সেই সঙ্গে জয়ী প্রার্থীকে সংবর্ধনা জানাতে টাউন কংগ্রেস কার্যালয় উপস্থিত হন সমস্ত কংগ্রেস কর্মীরা এবং তারা অধীর রঞ্জন চৌধুরী কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।স্বভাবতই উচ্ছসিত জেলা কংগ্রেস শিবির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584