জাঁকজমকে জন্ম দিন উদযাপিত না হওয়ায় অভিমানে আত্মঘাতী

0
57

সুদীপ পাল,বর্ধমানঃ 

মেয়ে চেয়েছিল তার জন্মদিন পালন হোক ধুমধাম করে।কিন্তু বাবা পেশায় সবজি বিক্রেতা, মা পরিচারিকার কাজ করেন তাই সামর্থ্য না থাকায় রাজি হননি বাবা-মা।আর তার জন্যই আত্মহত্যার পথ বেছে নিল মেয়ে রীতা রায় (১৫)।বর্ধমান মেডিকেলে আনা হয় কিন্তু গতকাল সেখানে মারা যায় সে। হাসপাতাল সূত্রে জানা যায়,রীতার বাড়ি বীরভূমের মতিপুকুরে।

আত্মঘাতী রীতা।নিজস্ব চিত্র

স্থানীয় শৈলবালা গার্লস হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল সে।দেড়শো জন বন্ধু আসবে জন্মদিনে এমনই ছিল তার দাবি।বাবা মা তাঁদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যে আয়োজন করেছিলেন তা পছন্দ হয়নি তার। দরজা লাগিয়ে কেরোসিনের বোতল থেকে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়।প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অবস্থার অবনতি হলে আনা হয় বর্ধমান মেডিকেল কলেজে। সেখানেই তার মৃত্যু হয় তার।মেয়ের এই মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা তুলসী রায় ও মা চুমকিদেবী।তাঁদের আক্ষেপ সব কিছু জেনেও মেয়ে বুঝলো না।

আরও পড়ুনঃ রাস্তায় লোহার সিঁড়ি পড়ে আহত ৩ মোটর সাইকেল আরোহী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here